শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৭:৫৯ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন চুক্তি হল না, বার্সায় কী তবে মেসি যুগের অবসান!

স্পোর্টস ডেস্ক: [২] গত বুধবার (৩০ জুন) রাতেই চুক্তি শেষ হয়েছে। নতুন চুক্তি না হওয়ায় মেসি আর বার্সেলোনার ফুটবলার নন।
[৩] ৩০ জুন ২০২১। ন্যু ক্যাম্পে চুক্তি শেষ হল মেসির। ১৭ বছর এই ক্লাবে খেলা তারকার সঙ্গে নতুন করে দু’মরসুমের চুক্তি করতে চায় বার্সেলোনা, এমন খবর বেশ কিঠুদিন ধরে শোনা গেলেও বুধবার সেই চুক্তি হয়নি। আর তাই নিয়ে তীব্র উদ্বেগ শুধু বার্সেলোনা ভক্তদের নয়, সারা বিশ্বের ফুটবল ভক্তদের।

[৪] চলতি বছরের মার্চে বার্সার প্রেসিডেন্ট হন জুয়ান লাপোর্তা। তাকে প্রেসিডেন্ট করা হয়েছিল মূলত মেসিকে ধরে রাখার জন্যই। কিন্তু গত আড়াই মাসে তিনি মেসিকে নতুন চুক্তিপত্রে সই করাতে পারেননি। মেসি ২০১৭ সালে শেষবার তিন বছরের জন্য চুক্তিপত্রে সই করেছিলেন। আর তা ছিল বার্ষিক ১৬৪ মিলিয়ন ডলারের বিনিময়ে।

[৫] কিন্তু গত মওসুমে তার সঙ্গে ক্লাবের সম্পর্ক এতটাই তলানিতে ঠেকে যায়, যে তিনি সেই চুক্তি ছেড়ে বেরোনোর চেষ্টা করেন। মেসিকে চটানোর জন্যই প্রেসিডেন্ট পদ থেকে কার্যত সরে যেতে হয় জোসেফ বার্তেমেউকে। বার্সা নতুন করে চুক্তি না করলে মেসির সামনে ম্যাঞ্চেস্টার সিটি ও পিএসজির দরজা খোলা। তবে ক্লাব বদলের সিদ্ধান্ত মেসি নেবেন কোপা আমেরিকায় আর্জেন্টিনার খেলা শেষ হওয়ার পর।

[৬] এটা ঘটনা ফুটবলের দলবদলের পরিভাষায় মেসি এখন ‘ফ্রি এজেন্ট’। এর ফলে তিনি এখন যেকোনও ক্লাবে অনায়াসে সই করতে পারবেন। এই পরিস্থিতিতে বার্সা যদি মেসিকে ফের সই করাতে চায়, তাহলে অর্থ বেশি দিতে হবে। আর তা বার্সা দিতে পারবে না আর্থিক কারণে। তাছাড়া স্প্যানিশ লিগের নতুন আর্থিক নিয়ম অনুযায়ী তা আইনেও আটকাবে। তাছাড়া মেসি তার পাশে ভাল দলও চাইছেন। কারণ ২০২০-২১ মওসুমের কোপা দেল রে বাদ দিলে দীর্ঘদিন মেসিদের বড় ট্রফি নেই। বার্সেলোনা শেষবার স্প্যানিশ লিগ জিতেছিল ২০১৮-১৯ মওসুমে। তাদের শেষ চ্যাম্পিয়ন্স লিগ জয় ২০১৪-১৫ সালে।

[৭] বার্সিলোনা প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তা এখনও আশা করছেন, তারা মেসিকে নতুন করে সই করাতে পারবেন। মেসির বাবা এবং এজেন্ট জর্জ মেসির সঙ্গে ক্লাবের কথাও চলছে। কিন্তু মেসি যে বার্সায় একেবারেই আর থাকতে চাইছেন না, সেটা বারেবারে বোঝা গিয়েছে। - আজকাল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়