শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৪:১১ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবার হোটেলজীবনে ফিরলেন কবি হেলাল হাফিজ

সালেহ্ বিপ্লব: [২] বন্ধন হয়তো তার আছে, কিন্তু কোনও বন্ধন তাকে কব্জা করতে পারে না। ভীষণ রকম স্বাধীনচেতা এই মানুষটি  ২০১১ সাল থেকে হোটেলে জীবনযাপন করছেন।

[৩] করোনাকাল শুরুর আগে টানা আট বছর তিনি কাটিয়েছেন তোপখানা রোডের হোটেল কর্ণফুলীতে।

[৪] ২০২০ সালের মার্চে করোনার প্রকোপ শুরু হলে বিপাকে পড়েন কবি। চলে যান বড়ো ভাইর ইস্কাটনের বাসায়। সেই বাসায় ১৫ মাস কাটিয়ে বৃহস্পতিবার আবার তিনি ফিরেছেন হোটেলের একাকী জীবনে। তবে তোপখানা রোডের কর্ণফুলী নয়, এবার তার ঠিকানা শাহবাগ এলাকার ময়মনসিংহে লেনে অবস্থিত হোটেল ‘সুপারহোম’।

[৫] হেলাল হাফিজের নিকটজন, বিশিষ্ট কবিও সাংবাদিক মাহমুদ হাফিজ ফেসবুকে জানিয়েছেন হেলাল হাফিজের নতুন বাসস্থানের কথা।

[৬] তিনি লিখেছেন, জনপ্রিয় কবি হেলাল হাফিজ গৃহীজীবন ত্যাগ করে আবার হোটেলজীবনে ফিরে গেলেন! আটবছরের হোটেলজীবনশেষে গত পনেরো মাস তিনি গৃহীজীবন কাটান। আজ বৃহস্পতিবার থেকে তিনি আবার হোটেলবাসী হয়েছেন। তবে এবার আর জাতীয়প্রেসক্লাবকে কেন্দ্র করে তোপখানা সড়কের হোটেল কর্ণফুলিতে নয়। এবার কবি বাস শুরু করলেন সাহিত্য-সংস্কৃতির প্রাণকেন্দ্র শাহবাগে।

[৭] মাহমুদ হাফিজ লিখেন, কবি তাকে বলেছেন, হোটেল কর্ণফুলিতে ‘বেদনাকে বলেছি কেঁদো না’ কাব্যগ্রন্থের জন্ম হয়েছিল। কে বলতে পারে বর্তমান নতুন কোন সৃষ্টির ডাকে শুরু হলো  সন্যাসজীবন।

[৮] হেলাল হাফিজ এও বলেছেন, আপাততঃ তিনি সাহিত্য-সংস্কৃতির প্রাণকেন্দ্র শাহবাগ এলাকাতেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো কবিতাই তাকে গৃহীজীবন থেকে হোটেলজীবনে ফিরিয়ে এনেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়