শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৮:৩৭ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়ায় মালিঙ্গার পর নিদা দার, এই রেকর্ড নেই আফ্রিদিদেরও

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তান নারী দলের অফ স্পিনার নিদা দার নিজেকে নিয়ে গেলেন সর্বোচ্চ উচ্চতায়। গড়লেন অবিশ্বাস্য রেকর্ড। যেই রেকর্ড নেই শহীদ আফ্রিদি, ওমর গুল, সাঈদ আজমলদেরও। প্রথম পাকিস্তানি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছেন এই পাক বোলার।

[৩] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগার নর্থ সাউন্ডের ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এই ৩৪ বছর বয়সী স্পিনার ছাড়িয়ে গেছেন আফ্রিদিকে। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ৯৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৯৮টি উইকেট নিয়েছিলেন।

[৪] এই ম্যাচে মাঠে নামার সময় আফ্রিদির সমান ৯৮টি উইকেট ছিল দারের। ক্যারিবিয়ান ব্যাটার দেওয়েন্দ্র দোতিনকে দিয়ানা বেগের ক্যাচ বানিয়ে আফ্রিদিকে ছাড়িয়ে যাওয়ার পর, একই ম্যাচে স্টেফানি টেইলরকে লেগ বিফোরের ফাঁদে ফেলে শত উইকেট শিকারী বোলারের তালিকায় ঢুকে যান নিদা দার।

[৫] দার অবশ্য এই রেকর্ড গড়লেন বিশ্বের পঞ্চম বোলার হিসেবে। তার আগে এই কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের আনিসা মোহাম্মেদ, অস্ট্রেলিয়ার এলিস পেরি, দ.আফ্রিকার শাবনিম ইসমাইল, ইংল্যান্ডের এন্যা শ্রুবসোল এবং লাসিথ মালিঙ্গা।

[৬] এই তালিকায় মালিঙ্গায় একমাত্র পুরুষ ক্রিকেটার যিনি এই ফরম্যাটে শতাধিক টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন। নিদা দার মালিঙ্গার পর দ্বিতীয় এশিয়ান বোলার হিসেবে এই কীর্তি গড়লেন। একই ম্যাচ খেলেছেন আনিসা মোহাম্মেদও। যিনি ১২০ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।

[৭] দারের রেকর্ডের দিনেও অবশ্য জিতিতে পারেনি পাকিস্তান। অতিথিদের ১০ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৩৬ রান তুলে স্বাগতিকরা। বল হাতে ৪ ওভারে ১৫ রান খরচায় ২ উইকেট নেন দার। জবাবে ৬ উইকেটে ১২৬ রানে থামে পাকিদের ইনিংস। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়