শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুর লকডাউন: কঠোর অবস্থানে প্রশাসন, মাঠে আছে সেনাবাহিনী

তপু সরকার : [২] বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই শহরের বিশেষ কিছু পয়েন্টে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা পুলিশ , র্যাব ও সেনাবাহেনীসহ কয়েকটি টিম
মাঠে কাজ করছে।

[৩] জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে বের হতে দেখা যায়নি।লকডাউন কঠোরভাবে পালনের ফলে শহরের কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠান।

[৪] শহর থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস।

[৫] জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী লকডাউন কার্যকর করতে ইতোমধ্যে কঠোর অবস্থানে জেলা প্রশাসন।

[৬]স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রশাসন রয়েছে বেশ কঠোর অবস্থানে। সকাল ৯টা থেকে থানা মোড় থেকে নিউমার্কেট মোড় হয়ে ঘোষ পট্রি হয়ে ব্যস্ততম নয়ানী বাজার হয়ে কলেজ মোড় ও পৌর শহরের সব গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

[৭] সেখানে দেখা যায় শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ আল-মামুন, শেরপুর সদন উপজেলা এসিল্যান্ড তনিমা আফ্রাদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান ,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকলিমা আক্তার ।সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান । সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা ।

[৮] নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বাইরে বের হবার দায়ে ইতোমধ্যে কয়েকজনকে আটক করাও হয়েছে। এদিকে জেলা প্রশাসনের সাথে মাঠে কাজ করছে জেলা পুলিশ। পুলিশের পক্ষ থেকেও শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে টহল।

[৯] লকডাউনে কার্যকর করতে বৃহস্পতিবার সকাল থেকেই শেরপুরে কাজ করছে সেনাবাহিনীর ১০০জন সদস্য, ২প্লাটুন বিজিবি ও ১ প্লাটুন ব্যাটালিয়ান আনসার সদস্য। এছাড়া জেলা প্রশাসনের সকল নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ কর্মকর্তাদের শহরের বিভিন্ন প্রান্তে সচেতনতা সৃষ্টি ও লকডাউনের নির্দেশনা মানাতে কাজ করতে দেখা গেছে।

[১০] একই চিত্র শেরপুরের সবগুলো উপজেলাতেও। প্রতিটি উপজেলায় সকাল থেকেই বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের টহলে মানুষ ঘর থেকে বের হয়নি। কিন্তু ভ্রাম্যমান আদালত ও টহল শেষেই সাধারণ মানুষের আনাগোনা ছিলো চোখে পড়ার মতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়