শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিবাসী শ্রমিকের সংখ্যা বেড়েছে ৫০ লাখ: আইএলও

লিহান লিমা: [২] বিশ্বের ১৮৯টি দেশের তথ্য বিশ্লেষণ করে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর নতুন প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বজুড়ে অভিবাসী শ্রমিকের সংখ্যা বেড়েছে ৫০ লাখ। ইউএননিউজ

[৩] বিশ্বজুড়ে অভিবাসী শ্রমিকের সংখ্যা ১৬ কোটি ৯০ লাখ, এই শ্রমিকরা বৈশ্বিক মোট শ্রমবাজারের ৫ ভাগ। এদের মধ্যে ৬০ভাগ নারী ও ৪০ ভাগ পুরুষ এবং বেশিরভাগ অভিবাসী শ্রমিকের বয়স ২৫ থেকে ৬৪। বিপুল পরিমাণ এই অভিবাসী শ্রমিক অস্থায়ী, অনানুষ্ঠানিক ও অনিরাপদ চাকরির সঙ্গেও জড়িত। বিশেষ করে নারী অভিবাসী শ্রমিকরা কম মজুরি ও কম-দক্ষ চাকরি করেন।

[৪] প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, করোনা এই অসহায় শ্রমিকদের আরো অসহায় করেছে। অনেক উন্নয়নশীল দেশে বেকারত্বের হার বৃদ্ধির কারণে মহামারীতে এই তরুণ অভিবাসী শ্রমিকদের সংখ্যা বিপুল হারে বেড়েছে। ২০১৭ সালে ১৫ থেকে ২৪ বছর বয়সী অভিবাসীদের সংখ্যা বেড়ে ২০১৯ সালে ১০ শতাংশে পৌঁছায়।

[৫] আইএলও জানায়, শ্রম অভিবাসন দেশগুলোকে শ্রমিকের চাহিদা পূরণ করতে সাহায্য করে। এটি দক্ষতা বিনিময় ও হালনাগাদের সুযোগ তৈরি করে, উদ্ভাবনে সহায়তা করে এবং স্থিতিশীল উন্নয়ন করে। এদের সুরক্ষা করতে সঠিক নীতি প্রয়োজন। অভিবাসী শ্রমিকরা যেনো নাগরিকদের মতোই স্বাস্থ্যসেবা পান এবং নিরাপদ কর্মপরিবেশ পান তা নিশ্চিত করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়