শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৫:৩৬ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরীয়তপুরে কঠোর লকডাউনের প্রথম দিন, প্রশাসন কঠোর ভূমিকায়

শরীয়তপুর প্রতিনিধি : [২] কঠোর লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টা থেকে রাস্তায় বিশেষ কড়া-কড়ি পুলিশি পাহারা ও সিভিল প্রশাসন রাস্তায় মোবাইল কোর্ট দিয়ে যানবাহন গতিরোধ করে গাড়ি চেক সহ কাগজপত্র যাচাই করছে এবং মাস্ক পরা নিশ্চিত করে। যাদের মাস্ক পরিহিত নেই বা গাড়ির প্রয়োজনী কাগজ নেই বা অপ্রয়োজনে বাইরে বের হয়েছে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করছে।

[৩] কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে আছেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, আনসার ব্যাটালিয়ন ও সাদা পোষাকের সরকারী গোয়েন্দা সংস্থার লোকজন। জেলা শহর সহ বিভিন্ন উপজেলার রাস্তা ঘাটে রিক্সা, মালবাহী ট্রাক ও সেবার কাজে নিয়োজিত গাড়ি, স্বাস্থ্য সেবার কাজে নিয়োজিত যানবাহন চলছে।

[৪] এছাড়াও বিভিন্ন ঔষধ কোম্পানীর কাভার্ডভ্যান সহ আইন শৃঙ্খলার শৃংখলার কাজে নিয়োজিত যানবাহন চলছে। শহরের দোকানপাট ও শপিং মল বন্ধ রয়েছে। শুধুমাত্র কাঁচা মাল, মাছ বাজার, ঔষধের দোকান ও মুদি দোকান খোলা রয়েছে। তবে প্রশাসন কঠোর ভূমিকায় রয়েছে।

[৫] কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে দায়িত্ব পালন করছেন, শরীয়তপুর পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. আকতার হোসেনসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং অন্যান্য উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ। সম্পাদনা : সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়