লিহান লিমা: [২] বিশ্বের অন্যতম পর্যটন নির্ভর অর্থনৈতিক দেশ থাইল্যান্ড বৃহস্পতিবার জানিয়েছে, দেশটির ফুকেট সমুদ্রসৈকত ভ্রমণে এখন থেকে আর পর্যটকদের হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনের নিয়ম মানতে হবে না। রয়টার্স জানায়, থাইল্যান্ডের অর্থনীতির এক-পঞ্চমাংশই পর্যটন থেকে আসে। করোনা ভাইরাসের কারণে দেশটিকে এ পর্যন্ত ৫০ বিলিয়ন ডলারের ক্ষতি গুণতে হয়েছে। দ্য হিন্দু
[৩] ৩০ জুন থেকে বিশ্বের ৬৩টি দেশ ও ৩টি অঞ্চলের টিকাগ্রহণ করা আন্তর্জাতিক পর্যটকরা দেশটির ফুকেট শহরে কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ করতে পারবেন। তবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে ফুকেটে ভ্রমণের অনুমতি নেই।
[৪] ভ্রমণের ৪৮ ঘণ্টা পূর্বে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। তবে ফুকেট থেকে থাইল্যান্ডের অন্য শহরগুলোতে প্রবেশ করতে হলে পর্যটকদের ফুকেট শহরে কমপক্ষে ১৪দিন থাকা লাগবে এবং অন্য শহরে প্রবেশের পূর্বে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। থাইল্যান্ডের ফুকেট শহরের অধিকাংশ জনগণ টিকা গ্রহণ করায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
[৫] থাই সরকারের এ ঘোষণার পর ব্রিটিশ এয়ারওয়েজ, ক্যাথওয়ে প্যাসিফিক, এল এআই, এমিরেটস, ইতিহাদ এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন ও থাই এয়ার ফুকেটে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবারই ইসরায়েল, আরব আমিরাত, কাতার ও সিঙ্গাপুর থেকে ২৪৯জন পর্যটক ফুকেটের সাগরতীরে পা রাখতে যাচ্ছেন। দুপুরের পূর্বেই ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটে ২৫জন যাত্রী থাইল্যান্ড পৌঁছান। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা নিজে ফুকেট বিমানবন্দরে থেকে ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন।