শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৩:৩৩ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুনে ৬২ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

সুজন কৈরী: [২] দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে জুন মাসে ৬২ কোটি ১১ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

[৩] বৃহস্পতিবার বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ মাদকের মধ্যে রয়েছে ১০ লাখ ৫২পিস ইয়াবা ট্যাবলেট, ১১ হাজার ৫২৯ বোতল ফেন্সিডিল, ১২ হাজার ২০১ বোতল বিদেশী মদ, ১ হাজার ৯৩২ ক্যান বিয়ার, ১ হাজার ৫৩৪ কেজি গাঁজা, ১০ কেজি ৩৫১ গ্রাম হেরোইন, ৮ হাজার ৭৯৮টি উত্তেজক ইনজেকশন, ৫ হাজার ১৭২টি ইস্কাফ সিরাপ, ১৩ হাজার ৩০২টি এ্যানেগ্রা, সেনেগ্রা ট্যাবলেট এবং ১০ লাখ ৪১ হাজার ৯৩৭টি অন্যান্য ট্যাবলেট।

[৪] অভিযানকালে জব্দ চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১০৬ গ্রাম স্বর্ণ, ১৪ কেজি ৮৫০ গ্রাম রূপা, ৪৫ হাজার ৫৩১টি কসমেটিক্স সামগ্রী, ১২ হাজার ৯১৬টি ইমিটেশন গহনা, ১ হাজার ৮৫০টি শাড়ী, ৪১৫টি থ্রিপিস, শার্টপিস, ৩ হাজার ২০৬ ঘনফুট কাঠ, ৬ হাজার ৩৬০ কেজি চা পাতা, ৬ হাজার ৬৫০ কেজি কয়লা, ৫টি ট্রাক, কাভার্ডভ্যান, ১টি প্রাইভেটকার, মাইক্রোবাস, ৪টি পিকআপ, ১৮টি সিএনজি, ইঞ্জিন চালতি অটোরিকশা এবং ১০০টি মোটর সাইকেল।

[৫] উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি পিস্তল, ১টি রিভলবার, ১টি বন্দুক, ৪টি ম্যাগাজিন, ১ কেজি গান পাউডার এবং ১৬ রাউন্ড গুলি।

[৬] এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৩৬ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৪৫ জন বাংলাদেশী নাগরিক ও ৪ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়