শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৩:২৮ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে একদিনে করোনায় আক্রান্ত ৯২ জন, মৃত্যু ১

মনোয়ার হোসাইনঃ [২] কিশোরগঞ্জে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটেই চলেছে। জেলার করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ বুধবার (৩০ জুন) রাতে প্রকাশিত রিপোর্টেও সংক্রমণের উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ফলে সংক্রমণ পরিস্থিতি দিন দিনই উদ্বেগজনক আকার ধারণ করছে।

[৩] সর্বশেষ রিপোর্টে জেলায় মোট ৯২ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর বিপরীতে করোনাভাইরাস মুক্ত হয়ে জেলায় এদিন সুস্থ হয়েছেন মোট ৩৭ জন। এছাড়া জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো একজন মৃত্যুবরণ করেছেন।

[৪] সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। তিনি ৭৮ বছর বয়সী একজন পুরুষ।

[৫] বুধবার (৩০ জুন) বিকাল ৪টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

[৬] এ পরিস্থিতিতে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বর্তমান রোগীর সংখ্যা আরো ৫৪ জন বেড়েছে।

[৭] আগের দিন মঙ্গলবার (২৯ জুন) জেলায় বর্তমান আক্রান্তের মোট সংখ্যা ছিল ৭০৮ জন। ফলে বুধবার (৩০ জুন) বর্তমান রোগীর সংখ্যা বেড়ে হয়েছে মোট ৭৬২ জন।

[৮] জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া মোট ৯২ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬৫ জন শনাক্ত হয়েছে।

[৯] এছাড়া বাকি ২৭ জনের মধ্যে হোসেনপুর উপজেলায় ১ জন, তাড়াইল উপজেলায় ৫ জন, পাকুন্দিয়া উপজেলায় ৪ জন, কটিয়াদী উপজেলায় ১১ জন, ভৈরব উপজেলায় ৩ জন, নিকলী উপজেলায় ১ জন এবং বাজিতপুর উপজেলায় ২ জন শনাক্ত হয়েছে।

ফলে শনাক্ত, সুস্থ ও মৃত্যু সব সূচকেই জেলার মধ্যে শীর্ষে থাকা কিশোরগঞ্জ সদর উপজেলার করোনা সংক্রমণ পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

[১০] রিপোর্ট অনুযায়ী, জেলায় বর্তমান মোট রোগী ৭৬২ জনের মধ্যে ৫৫৪ জনই কিশোরগঞ্জ সদর উপজেলায়। আগের দিন এ সংখ্যা ছিল ৫১৪ জন।

[১১] এছাড়া জেলায় করোনায় মোট মৃত্যু ৮৮ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩২ জন মৃত্যুবরণ করেছেন।

[১২] দুই উপজেলা বর্তমানে করোনাশূন্য থাকায় বাকি ১০ উপজেলা মিলিয়ে বর্তমান রোগীর সংখ্যা ২০৮ জন।

[১৩] কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে হাসপাতালটির প্রি-আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ রোববার (২৭ জুন), সোমবার (২৮ জুন) ও মঙ্গলবার (২৯ জুন) সংগৃহীত মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৮২ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

[১৪] পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা প্রায় ৪৪ ভাগ। এ রিপোর্টে মোট ২৯১ জনের নমুনা পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে।

[১৫] বাকি ১০৩ জনের মধ্যে ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে। সেখানে মঙ্গলবার (২৯ জুন) এই ৬০ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

[১৬] এছাড়া কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং করিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৪৩ জনের রেপিড এন্টিজেন টেস্টে ৮ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

[১৭] নতুন সুস্থ হওয়া ৩৭ জনের কিশোরগঞ্জ সদর উপজেলার ২৪ জন রয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়