শিরোনাম

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০২:৫৪ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না বেলারুশের স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো

সাকিবুল আলম : [২] গত সপ্তাহে বেলারুশের ওপর একটি বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। রয়টার্স

[৩] এসএন্ডপি রেটিং এজেন্সি নামের একটি প্রতিষ্ঠান জানায়, বন্ধু রাষ্ট্র রাশিয়ার সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক রয়েছে বেলারুশের। ২০২১ সালের মধ্যেই ১.১ বিলিয়ন ডলার দেনা পরিশোধ করতে হবে মিনস্ককে। তবে গত বছরে সম্পাদিত চুক্তি অনুযায়ী রাশিয়ার কাছ থেকে আরো ১ বিলিয়ন ডলার অর্থ সহায়তা পাবে বেলারুশ। তাই ইউরোপীয় ইউনিয়নের দেওয়া অর্থনৈতিক অবরোধকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না বেলারুশ এই নেতা।

[৪] মে মাসে বিমান থামিয়ে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক ও তার বান্ধবীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে বেলারুশের স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো। এছাড়াও লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিরোধী দলকে কঠোরভাবে দমন, প্রতিদ্বন্দ্বী রাজনীতিকদের কারাবন্দী করা ও গণমাধ্যমের শ্বাসরোধ করার অভিযোগ রয়েছে।

[৫] বেলারুশের বিগত প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছে বিরোধী দল। নির্বাচনী প্রক্রিয়ায় সব ধরনের অস্বচ্ছতার অভিযোগ অস্বীকার করেছেন লুকাশেঙ্কো। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়