শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ১১:৩০ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ও উপসর্গ নিয়ে ৮ জেলায় ৮৯ জনের মৃত্যু

হ্যাপি আক্তার: [২] গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় ৯, চট্টগ্রামে ৫, খুলনা ১০, সাতক্ষীরায় ১৪,  ময়মনসিংহে ৮, রাজশাহীতে ২২,  টাঙ্গাইলে ১৬ ও নওগাঁয় ৫ জন মারা গেছেন।

[৩] কুষ্টিয়ায়: গত ২৪ ঘণ্টায় ৮৩০ জনের নমুনা পরীক্ষা করে ৩২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২১১ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৩৫ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ০৩ শতাংশ। নতুন

বুধবার (৩০ জুন) রাতে জেলা প্রশাসকের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে। ঢাকা পোস্ট, ডিবিসি নিউজ

[৪] চট্টগ্রাম: বৃহস্পতিবার (১ জুলাই) সকালে গত ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে জানানো হয় ২ হাজার ৬২টি নমুনা পরীক্ষা করে ৫৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ শনাক্ত, হার প্রায় ২৭ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ জনে ২৭ জন আক্রান্ত।

বুধবার (৩০ জুন) ৩৯৯ জন শনাক্তের তথ্য জানানো হয়েছিল। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৯ হাজার ৩১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৬ হজার ২৬৩ জন চট্টগ্রাম নগরীর, বাকি ১৩ হাজার ৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে এ সময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০৬ জন। এর মধ্যে ৪৭৭ জন নগরীর, বাকি ২২৯জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। বাংলাট্রিবিউন

[৫] খুলনা: জেলার দুই হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে আটজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট ফোকাল পার্সনরা। জাগো নিউজ২৪

[৬] সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত রেকর্ডসংখ্যক ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে অক্সিজেন সংকটে। এদের চারজন ছিলেন করোনা পজিটিভ। অন্যরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

বুধবার (৩০ জুন) বিকালে সাতক্ষীরা মেডিকেলে সেন্ট্রাল অক্সিজেনের প্রেসার কমে আসতে থাকে। সেই সংকট মুহূর্তে পর পরই আইসিইউতে দুজন, সিসিইউতে দুজন এবং সাধারণ ওয়ার্ডে আরও চারজনসহ আটজনের মৃত্যু হয়। যুগান্তর

[৭] ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ৪ রোগীসহ ৮ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের ২১০ শয্যার বিপরীতে করোনা ইউনিটে ২২২ জন এবং আইসিইউ ১৩ শয্যার বিপরীতে ১২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ২৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৪৪৩টি নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা আট হাজার ৩৫ জন। সুস্থ হয়েছেন সাত হাজার ১৮০ জন। বাংলাট্রিবিউন

[৮] রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে এক দিনে আরও ২২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টার মধ্যে তারা মারা যান বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান। এবি নিউজ২৪

[৯] টাঙ্গাইল: গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গে নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনার উপসর্গ নিয়ে ৯ জন ও করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় ৬২৮টি নমুনা পরীক্ষায় ২৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০.৯২ ভাগ।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা.আবুল ফজল মো.শাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবিসি নিউজ

[১০] নওগাঁ: করোনা আক্রান্ত হয়ে নওগাঁয় গত একদিনে সর্বোচ্চ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলাটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়ালো। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১০ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার বিবেচনায় শতকরা ৩৫ দশমিক ৭ শতাংশ। মোট আক্রান্ত চার হাজার ৬০০ জন।

বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১১টার দিকে ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন। বাংলানিউজ২৪

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়