শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৫:৪০ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার করোনা টিকার আওতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক: পাবলিক বিশ্ববিদ্যালয়ের পর এবার করোনাভাইরাসের টিকার আওতায় নেয়া হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের।

বুধবার (৩০ জুন) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে টিকার নিবন্ধন প্রক্রিয়া। টিকা দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এদিকে, বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

মন্ত্রণালয়ের নির্দেশনা আমলে নিয়ে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দ্রুত সকল ছাত্র-ছাত্রীর নিবন্ধন করার আহ্বান জানিয়েছেন।

এ প্রসঙ্গে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ সময় নিউজকে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের টিকা নেয়ার ব্যবস্থা করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তত্ত্বাবধান করা হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আদেশে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বা তদূর্ধ্ব, তাদের জরুরি ভিত্তিতে নিবন্ধন করে ভ্যাকসিন নেয়া নিশ্চিত করতে হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ও কর্মচারীর বয়স ৪০-এর নিচে তাদের তালিকা এবং শিক্ষার্থীদের তালিকা মন্ত্রণালয়ের পাঠানো ছকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সফট কপি পাঠানো হয়েছে।

শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের নাম, পদবি, জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ, জেলা ও উপজেলা/থানার নাম পাঠাতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে পদবির জায়গায় নাম ও শ্রেণি উল্লেখ করতে হবে। - সময় অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়