শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০৪:৪৪ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রে গত ২৪ ঘন্টায ক‌রোনায় ১২ জ‌নের মৃত্যু, আক্রান্ত ২৮১

র‌হিদুল খান :[২] জেলার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ সময়কালে নতুন করে ২৮১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।

[৩] জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ল্যাবে ৬৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪১ শতাংশ।

[৪] এই সময়কালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে জেলার ৫০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০৫টি পজেটিভ ফল দেয় বলে জানিয়েছেন পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিরিন নিগার।
অর্থাৎ যবিপ্রবি ল্যাবে পরীক্ষিত নমুনার শতকরা ৪০ দশমিক ৫৯ শতাংশ পজেটিভ ফল দিয়েছে।

[৬] এদিকে, গেল ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে; যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন অথবা এই রোগের লক্ষণ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

[৭] স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মৃতদের মধ্যে তিনজনের শরীরে করোনাভাইরাস ছিল বলে নিশ্চিত হওয়া যায়। আর অন্য নয়জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। করোনা রোগী ও উপসর্গ নিয়ে এখন হাসপাতালে ভর্তি আছেন ১৪৯ জন।

[৮] সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, মঙ্গলবার সন্ধ্যা সাতটা পর্যন্ত যশোরে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির মোট সংখ্যা ছিল ১২ হাজার ১৫৯। এদের মধ্যে সাত হাজার ৪৬৯ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ১৪২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়