শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২১, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধ থাকলেও প্রবাসীদের জন্য চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল

কূটনৈতিক প্রতিবেদক: [২] মন্ত্রিপরিষদ বিভাগ এর প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়ে বলা হয়, বিদেশগামী যাত্রীরা তাদের বিমানের টিকেট প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবেন।

[৩] প্রবাসী কর্মীদের কাজে ফেরার বিষয়টি গুরুত্ব দিয়েই আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে সুপারিশ করেছিলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে প্রবাসী কর্মীদের দেশের ভেতরে চলাচলের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট সীমিত আকারে চালুর পরামর্শও ছিলো সংস্থাটির।

[৪] আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে ৪ জুন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সর্বশেষ নির্দেশনা জারি করে। সেই নির্দেশনায় ১৯ দেশের ওপর বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে।

[৫] আর্জেন্টিনা, বাহরাইন, বলেভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে এই ১১ দেশে থেকে বাংলাদেশে আসা যাবে না এবং বাংলাদেশ থেকেও যাওয়া যাবে না।

[৬] কুয়েত এবং ওমান থেকে দেশে আসলে তিনদিন নিজ খরচে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকতে হবে।

[৭] বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রিস থেকে আসলে ১৪ দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকতে হবে।

[৮] দেশে আসতে হলে করোনা টেস্ট করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। দেশে আসার নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এজন্য বিদেশ থেকে আসার আগেই হোটেল বুক করতে হবে। ভ্যাকসিন দুই ডোজ নিলেও কোয়ারেন্টিনে থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়