শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০৩:৪৯ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২১, ০৩:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউ’র কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্টের সমঝোতা স্মারক

শাহীন খন্দকার: [২] উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার উন্নয়নে বিপ্লব এনেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] উপাচার্য বলেছেন, দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বঙ্গবন্ধুর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কমিউনিটি ক্লিনিককে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। বিএসএমএমইউর সাথে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্টের সমঝোতা স্মারকের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে মহিলাদের জরায়ু মুখ ও স্তুন ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে সচেতনা বৃদ্ধি, নিবন্ধন, স্ক্রীনিং এর জন্য রেফারাল, পজিটিভ মহিলাদের চিকিৎসা ব্যবস্থা, গবেষণার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধে সহযোগিতা করা হবে।

[৪] ইতোমধ্যে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্ট বোর্ড এর সভায় শাহবাগের বেতার ভবনে প্রাপ্ত জায়গায় শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক পপুলেশন ল্যাব বা ইনস্টিটিউট করার প্রস্তাব করা হয়েছে। যেখানে উন্নতমানের গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। বুধবার ৩০ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্টের সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কথা বলেন।

[৫] এদিকে একই স্থানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেডিক্যাল সার্ভিসের একটি প্রতিনিধি দলের সাথে বিশ্ববিদ্যালয়ের সভায় আর্মড ফোর্সেস মেডিক্যাল ইনস্টিটিউটে বিভিন্ন বিভাগে উচ্চতর কোর্স চালু, উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, উচ্চতর প্রশিক্ষণ, সেবা বিষয়ে পারস্পরিক সহযোগিতা প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

[৬]এসময়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্ট বোর্ডের সদস্য অধ্যাপক ডা. আশরাফুন্নেসা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল অফ মেডিক্যাল সার্ভিস এর মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান, মেজর জেনারেল সুসানে গীতি, মেজর জেনারেল আরিফ, মেজর জেনারেল মুসা, কমিউনিট ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের উপ-সচিব মোঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়