শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০৭:২৫ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২১, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুইটারের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফিক কনটেন্ট প্রকাশের অভিযোগ, তথ্যপ্রযুক্তি আইনে এফআইআর দায়ের

নিউজ  ডেস্ক: মাইক্রোব্লগিং সাইট টুইটারে শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত কনটেন্ট থাকার অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের সাইবার অপরাধ দমন শাখার দ্বারস্থ দেশটির হয়েছে জাতীয় শিশু অধিকার সংরক্ষণ কমিশন (এনসিপিসিআর)।

কমিশনের অভিযোগের ভিত্তিতে টুইটারের বিরুদ্ধে দ্য প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেসসহ (পকসো) নতুন তথ্যপ্রযুক্তি আইনে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। এ নিয়ে টুইটারের বিরুদ্ধে চতুর্থ এফআইআর দায়ের করা হলো।

এনসিপিসিআরের অভিযোগ, টুইটারে ক্রমাগত শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত কনটেন্ট পোস্ট করা হচ্ছে। এ নিয়ে আগেই সাইবার শাখা এবং দিল্লি পুলিশকে চিঠি দিয়েছিল এনসিপিসিআর। এ বিষয়ের তদন্ত রিপোর্ট ৭ দিনের মধ্যে কমিশনে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সে রিপোর্ট জমা না দেওয়ায় মঙ্গলবার (২৯ জুন) দিল্লি পুলিশের ডিসিপি অন্বেষ রায়কে কমিশনে ভার্চুয়ালি উপস্থিত হতে বলে এনসিপিসিআর।

উল্লেখ্য, নতুন তথ্যপ্রযুক্তি আইন নিয়ে ইতোমধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে টুইটারের চরম মতভেদ লক্ষ্য করা গেছে। ওই আইন অনুযায়ী, নেটমাধ্যমগুলোতে প্রকাশিত সব কনটেন্টের উৎস কেন্দ্রকে জানাতে বাধ্য ফেসবুক, টুইটারের মতো সংস্থাগুলো। এমনকি, আপত্তিকর পোস্টের ওপর নজরদারি করা বা তা সরিয়ে দিতেও দায়বদ্ধ থাকবে তারা। তবে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশকে কার্যত বাক্‌-স্বাধীনতায় হস্তক্ষেপ বলেই মনে করে টুইটার কর্তৃপক্ষ।

এদিকে টুইটারকে ভারতের আইন মেনে চলারই হুঁশিয়ারি দিয়েছে তথ্যপ্রযুক্তি আইন নিয়ে গঠিত সংসদীয় কমিটি। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গে উস্কানি দেওয়ার অভিযোগে ভারতে আইনি রক্ষাকবচ হারানোর পর থেকে একের পর এক বিপত্তিতে পড়েছে টুইটার।

সূত্র : আনন্দ বাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়