শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২১, ০৯:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর ধানমন্ডিতে আইসিডিডিআর, বি ডায়াগনস্টিক ল্যাব উদ্বোধন করলেন পরিচালক ড. তাহমিদ আহ

শাহীন খন্দকার: [২] আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) আজ বুধবার থেকে ৭৫৪/বি সাতমসজিদ রোড, ধানমন্ডি, এই ঠিকানায় নমুনা সংগ্রহ কেন্দ্র চালু করেছে। প্রতিদিন সকাল ৭.৩০ থেকে রাত ৯.৩০ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। মহাখালীতে আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরির ন্যায় ছয়টি বিশ্বমানের স্বয়ংক্রিয় ল্যাবের মাধ্যমে ছয়শত’র বেশি রুটিন স্ক্রিনিং টেস্ট থেকে শুরু করে জটিল মলিকিউলার ও জেনেটিক পরীক্ষা করা যাবে। তবে, কোভিড-১৯ এর জন্য পরীক্ষা করতে ইচ্ছুক ব্যক্তিদের মহাখালী কেন্দ্রে যেতে হবে। ধানমন্ডিতে নমুনা সংগ্রহ কেন্দ্রে কোভিড-১৯ এর নমুনা নেয়া হবে না।

[৩] উদ্বোধনী বক্তৃতায় পরিচালক বলেন, সন্দেহভাজন সকল রোগ-জীবানুর টেস্টসহ আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরির একটি নমুনা সংগ্রহ করা হবে। আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরি, বাংলাদেশের প্রথম আইএসও ১৫১৮৯ (গুণমান) এবং আইএসও ১৫১৯০ (সুরক্ষা) স্বীকৃত ল্যাব ও নমুনা সংগ্রহ কেন্দ্র উদ্বোধন করেছে। তিনি বলেন, নির্ভুলভাবে রোগ সনাক্তকরণ, কার্যকারণ বিশ্লেষণ এবং পরিশেষে চিকিৎসকদের জীবন রক্ষাকারী ভূমিকাতে সহায়তা করার আইসিডিডিআর,বি-র অঙ্গীকার বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

[৪] আইসিডিডিআর,বি-র ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস বিভাগের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ড.দীনেশ মন্ডল তার বক্তব্যে বলেন,“সবচেয়ে নির্ভরযোগ্য ডায়াগনস্টিক সেবা সরবরাহকারী হিসেবে আমাদের সেবাসমূহকে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব। উল্লেখ্য যে, আইসিডিডিআর,বি-র ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত সঞ্চয় প্রতি বছর আইসিডিডিআর,বি-র ঢাকা ও মতলব হাসপাতালে আগত দুই লাখেরও বেশি রোগীর বিনামূল্যে জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়