শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালায় প্রবল স্রোতে কপোতাক্ষ নদের বাঁধে ভাঙ্গন, আতঙ্কিত এলাকাবাসী!

মজুমদার বাপ্পী : [২] সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া বাজারের নিকটবর্তী প্রবল জোয়ারে কারণে কপোতাক্ষ নদের বাঁধে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। যে কোনো মুহুর্তে বাঁধটি ভেঙ্গে ২টি ইউনিয়নের প্রায় ১০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কায় এলাকার মানুষ।

[৩] সরজমিনে জানা যায়, তালার শালিখায় টিআরএম প্রকল্পের সংযোগ মুখ বেঁধে দেওয়ায প্রবল স্রোত জেঠুয়া বাজারের কাছেই কপোতাক্ষের বাঁকে আঁছড়ে পড়ছে। গত কয়েকদিন ভাঙ্গন শুরু হয়েছে। যে কোনো মুহুর্তে এ বাঁধটি ভেঙ্গে ১০টি গ্রাম প্লাবিত হতে পারে।

[৪] স্থানীয় অধিবাসী অধ্যক্ষ রামপ্রসাদ দাস, সুকুমার ঘোষ, শাহিনুর রহমান, জবেদ আলী, অলিউর রহমান, মোফাজ্জেল হোসেন, আলতাফ হোসেনসহ অনেকেই বলেন, কপোতাক্ষের প্রবল স্রোতের কারণে জেঠুয়া বাজারের নীচে যে ভাঙ্গন শুরু হয়েছে এখনই যদি সংস্কারের পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে জেঠুয়া গ্রামসহ, জালালপুর, নেহালপুর, ধূলন্ডা, বারুইপাড়া, চরগ্রাম, কৃষ্ণকাটি, আটঘরা, কানাইদিয়াসহ ১০টিরও অধিক গ্রাম প্লাবিত হয়ে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়বে।

[৫] এলাকার ৩টি বাজার, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, এতিম খানা, মসজিদ, মন্দির, মাদ্রসাসহ কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হবে। পানিবন্দি হয়ে পড়বে অত্র এলাকার মানুষ। এ সময় বাঁধটি মেরামতসহ স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

[৬] বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোরের এসও ফিরোজ হোসেন বলেন, শুনেছি কপোতাক্ষ নদের শালিখা অংশে টিআরএম’র মুখ বেঁধে দেয়ার কারণে জেঠুয়াসহ বিভিন্ন স্থানে ভাঙ্গন শুরু হয়েছে। করোনাকালীন সময়ের কারণে যশোর-সাতক্ষীরা লকডাউন থাকায় এলাকায় যাওয়া সম্ভব হচ্ছে না। লকডাউন উঠে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৭] তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব ভাঙ্গনরোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়