শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ১২:৪৫ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২১, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেই ব্যস্ততা এখন অর্চিতা স্পর্শিয়ার

ইমরুল শাহেদ: ‘কাঠবিড়ালি’ ছবির আলোচিত নায়িকা অর্চিতা স্পর্শিয়ার হাতে ‘নবাব এলএলবি’ ছবির পর আর কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নেই। তিনি জানান, বর্তমানে তিনি কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে কাজ করছেন। সম্প্রতি শেষ করেছেন রোজিনা পরিচালিত অনুদানের ছবি ‘ফিরে দেখা’র কাজ। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নেই কেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি আসলে চাই ভালো এবং গুণগতমান সম্পন্ন চলচ্চিত্র। সে রকম হলে আমি অবশ্যই কাজ করব।’

তিনি বলেন, ‘অনন্য মামুন ভাইয়ের আমি তিনটি ছবিতে কাজ করেছি। এর পরের ছবিগুলোতে আর কাজ করা হয়নি।’ এসব ছবিগুলোতে চলে এসেছেন কাজী নওশাবা। নবাব এলএলবি ছবির একটি দৃশ্যকে কেন্দ্র করে অর্চিতা স্পর্শিয়াসহ তিন জনের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগে মামলা হয়। কিন্তু পরে অর্চিতা স্পর্শিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হলেও অনন্য মামুন এবং অপর একজনের বিরুদ্ধে মামলা উজ্জীবিত আছে। এরপর অর্চিতাকে বাদ দিয়ে অনন্য মামুন কাজী নওশাবাকে নিয়ে কাজ শুরু করেছেন।

কিন্তু অর্চিতা বলেন, ‘মামুন ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক খুবই চমৎকার। এখন আমি তার ছবিতে কাজ করছি না। আগামীতে আবার করব। এখন কাজ করছি না বলে ভাববার কোনো কারণ নেই যে, তার সঙ্গে আমার সম্পর্কের অবনতি হয়েছে।’ তিনি জানান, তার এই পর্যন্ত পাঁচটি ছবি মুক্তি পেয়েছে। তারপরও অর্চিতা স্পর্শিয়াকে নিয়ে আলোচনা হয়েছে খুব কমই।

তার নিজস্ব একটি প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে। সেটি থেকে তিনি মিডিয়া সংশ্লিষ্ট বিভিন্ন কাজ করে থাকেন। একটি তেলের বিজ্ঞাপনচিত্র দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়। এরপর তিনি একটি মোবাইল অপারেটরের বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় চলে আসেন। নাটকেও তার একটা পরিচিতি আছে। তার অভিনীত ছবিগুলোর মধ্যে কাঠবিড়ালি ও নবাব এলএলবি ছাড়াও রয়েছে আবার বসন্ত, ইতি তোমারই ঢাকা ও বন্ধন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়