শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০৮:১৩ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২১, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ড থেকে জিতেই দেশে ফিরবো, সমর্থকদের খোলা চিঠি বাবর আজমের

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ড সফরের শুরুতেই পাকিস্তানের সমর্থদের খোলা চিঠি লিখলেন বাবর আজম। ইংল্যান্ডে পা দেওয়ার পর পাক অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও বার্তা পোস্ট করেন, যেখানে ইংল্যান্ড থেকে জিতেই দেশে ফেরার অঙ্গীকার করতে দেখা যায় তাকে।

[৩] ২ মিনিটের ভিডিও বার্তায় বাবর বলেন, আমার প্রিয় ক্রিকেট অনুরাগীরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। খেলোয়াড় ও সমর্থকদের সম্পর্ক অসাধারণ হয়। একে অপরকে ছাড়া উভয়েরই কোনও অস্তিত্ব নেই। আর এই সম্পর্ক দিনে দিনে আরও গভীর হচ্ছে।

[৪] পাকিস্তান ক্রিকেটের সবথেকে বড় সম্পদ হল তাদের অনুরাগীরাই। যাঁরা ভালো ও খারাপ সময়ে সর্বদা আমাদের পাশে থাকেন। আমাদের জয়ে উৎসব পালন ও পরাজয়ে আমাদের উৎসাহিত করা, এটাই ওঁদের পরিচয়।

[৫] বাবর আরও বলেন, ইংল্যান্ডে উপস্থিত পাকিস্তানের সমর্থকদের কথা ভাষায় প্রকাশ করা যাবে না। পাকিস্তানের বাইরে আমারা সবথেকে বেশি সমর্থন পাই ইংল্যন্ডেই। আমরা যখনই ইংল্যান্ডে যাই, আমাদের সমর্থকরা বিমানবন্দর থেকে হোটেল ও মাঠে উপস্থিত থাকেন। আমরা কয়েক ঘণ্টা আগেই ইংল্যান্ডে পৌঁছেছি এবং কোয়ারান্টাইনে রয়েছি। ইতিমধ্যেই এখানে থাকা পাকিস্তানি সমর্থকদের বার্তা আসতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

[৬] সবশেষে পাক অধিনায়ক বলেন, আমরাও ভীষণ উত্তেজিত। কেননা, গতবার আমরা যখন ইংল্যান্ডে এসেছিলাম, সমর্থকদের অভাব টের পেয়েছি। তবে এবার সমর্থকরা মাঠে আসবেন এবং আমাদের সমর্থন করবেন। আপনারাও আপনাদের বাড়িতে বসেই টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সমর্থক করবেন। আমরা আপনাদের হতাশ করব না। আমরা এখানে জেতার জেদ নিয়েই এসেছি এবং ঈশ্বরের কৃপায় জিতেই দেশে ফিরবো। - হিন্দুস্তানটাইমস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়