শিরোনাম
◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও) ◈ ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি (ভিডিও) ◈ তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদীর প্রত্যাশা ◈ পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছে আমি ঝগড়া করবো না, উল্টোপাল্টা কথা বইলেন না : মির্জা আব্বাস ◈ আপিল শুনানির প্রথম দিনে যারা প্রার্থিতা ফিরে পেলেন ও হারালেন ◈ বাংলাদেশের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর আভাস, প্রবৃদ্ধি বাড়বে বলে পূর্বাভাস আঙ্কটাডের

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৯:৪৮ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৯:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই বছরের মধ্যে ক্লাবগুলোকে গড়তে হবে নারী দল: এএফসি

নিজস্ব প্রতিবেদক: [২] এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নারী ফুটবলের উপর জোর দিচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের অংশগ্রহণকারী ক্লাবগুলোকে এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের পাশাপাশি নারী দল গড়তে হবে ২০২৩ সালের মধ্যে। বাফুফে সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়া মানিক এই বিষয়টি জানিয়েছেন। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এশিয়ান ফুটবল কনফেডারেশনের নারী কমিটিরও বড় কর্তা।

[৩] বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো লিগের দল পরিচালনা করতেই হিমশিম খায়। এএফসির অনেক শর্তই পূরণ করতে পারে না। গত মৌসুমে মাত্র চারটি ক্লাব এএফসির ক্লাব লাইসেন্সিং সার্টিফিকেট পেয়েছে। ১৩ দলের মধ্যে বাকি ৯ দল ব্যর্থ হয়েছে।

[৪] এই পরিস্থিতিতে ২০২৩ সাল থেকে ক্লাবগুলোর নারী দল রাখা কতটুকু সম্ভব। এই প্রশ্নের উত্তরে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়া মানিক বলেন, ফিফা ও এএফসির নির্দেশে চলে ফুটবল। এএফসি যখন নির্দেশনা দেয় তখন সেটা অনুসরণ করেই খেলতে হবে। বাংলাদেশের ক্লাবগুলোর সঙ্গে এখনো আলোচনা করেনি বাফুফে। ক্লাবগুলো এএফসির এই নির্দেশনা কতটুকু মানতে পারবে সেটাই দেখার বিষয়।

[৫] বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান দলগুলোর মধ্যে শুধু বসুন্ধরা কিংসের নারী দল রয়েছে। আগে শেখ জামাল,আবাহনী, মোহামেডান দল গড়লেও গত দুই বছর গড়েনি। আবাহনী-মোহামেডান একটু মনোযোগী হলেই নারী দল গড়তে পারবে। রহমতগঞ্জ, উত্তর বারিধারা, ব্রাদার্সের মতো দলগুলো পড়বে বিপাকে। বাংলাদেশের ক্লাবগুলোর বাস্তবতা ও এএফসির নির্দেশনা বাফুফে কিভাবে সমন্বয় করে সেটাই দেখার বিষয়। ২০২৩ সাল এখনো দেড় বছর দূরে। এই সময়ের মধ্যে আরো অনেক কিছুই পরিবর্তন হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়