শিরোনাম
◈ ওসমান হাদি হত্যার মূল আসামিরা দেশ ছেড়ে পালিয়েছেন, স্বীকার করল পুলিশ ◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ◈ আরপিও সংশোধনের ধাক্কা: বিএনপিতে যোগ দিতে বিলুপ্ত হচ্ছে ছোট দল?

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৯:৪৮ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৯:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই বছরের মধ্যে ক্লাবগুলোকে গড়তে হবে নারী দল: এএফসি

নিজস্ব প্রতিবেদক: [২] এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নারী ফুটবলের উপর জোর দিচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের অংশগ্রহণকারী ক্লাবগুলোকে এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের পাশাপাশি নারী দল গড়তে হবে ২০২৩ সালের মধ্যে। বাফুফে সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়া মানিক এই বিষয়টি জানিয়েছেন। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এশিয়ান ফুটবল কনফেডারেশনের নারী কমিটিরও বড় কর্তা।

[৩] বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো লিগের দল পরিচালনা করতেই হিমশিম খায়। এএফসির অনেক শর্তই পূরণ করতে পারে না। গত মৌসুমে মাত্র চারটি ক্লাব এএফসির ক্লাব লাইসেন্সিং সার্টিফিকেট পেয়েছে। ১৩ দলের মধ্যে বাকি ৯ দল ব্যর্থ হয়েছে।

[৪] এই পরিস্থিতিতে ২০২৩ সাল থেকে ক্লাবগুলোর নারী দল রাখা কতটুকু সম্ভব। এই প্রশ্নের উত্তরে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়া মানিক বলেন, ফিফা ও এএফসির নির্দেশে চলে ফুটবল। এএফসি যখন নির্দেশনা দেয় তখন সেটা অনুসরণ করেই খেলতে হবে। বাংলাদেশের ক্লাবগুলোর সঙ্গে এখনো আলোচনা করেনি বাফুফে। ক্লাবগুলো এএফসির এই নির্দেশনা কতটুকু মানতে পারবে সেটাই দেখার বিষয়।

[৫] বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান দলগুলোর মধ্যে শুধু বসুন্ধরা কিংসের নারী দল রয়েছে। আগে শেখ জামাল,আবাহনী, মোহামেডান দল গড়লেও গত দুই বছর গড়েনি। আবাহনী-মোহামেডান একটু মনোযোগী হলেই নারী দল গড়তে পারবে। রহমতগঞ্জ, উত্তর বারিধারা, ব্রাদার্সের মতো দলগুলো পড়বে বিপাকে। বাংলাদেশের ক্লাবগুলোর বাস্তবতা ও এএফসির নির্দেশনা বাফুফে কিভাবে সমন্বয় করে সেটাই দেখার বিষয়। ২০২৩ সাল এখনো দেড় বছর দূরে। এই সময়ের মধ্যে আরো অনেক কিছুই পরিবর্তন হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়