শিরোনাম
◈ দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ ◈ ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনসহ পলাতক ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি আজ ◈ ইরানে নতুন নেতৃত্বের ইঙ্গিত, খামেনিকে সরানোর কথা বললেন ট্রাম্প ◈ নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধনের নির্দেশ ◈ এমআরএ নয়, ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স ও তদারকির দায়িত্বে থাকছে বাংলাদেশ ব্যাংক ◈ বিপিসির এলপিজি প্ল্যান্ট প্রকল্প ঝুলে থাকায় বেসরকারি সিন্ডিকেটের কাছে জিম্মি বাজার, বাড়ছে জনদুর্ভোগ ◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৯:৪৮ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৯:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই বছরের মধ্যে ক্লাবগুলোকে গড়তে হবে নারী দল: এএফসি

নিজস্ব প্রতিবেদক: [২] এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নারী ফুটবলের উপর জোর দিচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের অংশগ্রহণকারী ক্লাবগুলোকে এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের পাশাপাশি নারী দল গড়তে হবে ২০২৩ সালের মধ্যে। বাফুফে সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়া মানিক এই বিষয়টি জানিয়েছেন। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এশিয়ান ফুটবল কনফেডারেশনের নারী কমিটিরও বড় কর্তা।

[৩] বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো লিগের দল পরিচালনা করতেই হিমশিম খায়। এএফসির অনেক শর্তই পূরণ করতে পারে না। গত মৌসুমে মাত্র চারটি ক্লাব এএফসির ক্লাব লাইসেন্সিং সার্টিফিকেট পেয়েছে। ১৩ দলের মধ্যে বাকি ৯ দল ব্যর্থ হয়েছে।

[৪] এই পরিস্থিতিতে ২০২৩ সাল থেকে ক্লাবগুলোর নারী দল রাখা কতটুকু সম্ভব। এই প্রশ্নের উত্তরে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়া মানিক বলেন, ফিফা ও এএফসির নির্দেশে চলে ফুটবল। এএফসি যখন নির্দেশনা দেয় তখন সেটা অনুসরণ করেই খেলতে হবে। বাংলাদেশের ক্লাবগুলোর সঙ্গে এখনো আলোচনা করেনি বাফুফে। ক্লাবগুলো এএফসির এই নির্দেশনা কতটুকু মানতে পারবে সেটাই দেখার বিষয়।

[৫] বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান দলগুলোর মধ্যে শুধু বসুন্ধরা কিংসের নারী দল রয়েছে। আগে শেখ জামাল,আবাহনী, মোহামেডান দল গড়লেও গত দুই বছর গড়েনি। আবাহনী-মোহামেডান একটু মনোযোগী হলেই নারী দল গড়তে পারবে। রহমতগঞ্জ, উত্তর বারিধারা, ব্রাদার্সের মতো দলগুলো পড়বে বিপাকে। বাংলাদেশের ক্লাবগুলোর বাস্তবতা ও এএফসির নির্দেশনা বাফুফে কিভাবে সমন্বয় করে সেটাই দেখার বিষয়। ২০২৩ সাল এখনো দেড় বছর দূরে। এই সময়ের মধ্যে আরো অনেক কিছুই পরিবর্তন হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়