শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৯:৪০ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৯:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জর্জ ফ্লয়েড হত্যার পুনরাবৃত্তি এড়াতে বিশ্বজুড়ে পদ্ধতিগত বর্ণবাদের অবসান ঘটানোর আহ্বান জাতিসংঘের

লিহান লিমা: [২] জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান মিখাইল বেখলেট সোমবার বর্ণবাদ ও জাতিগত বৈষম্য সংক্রান্ত এক যুগান্তকারী প্রতিবেদন উপস্থাপন করেন। এই সময় তিনি বলেন, জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এই বিশ্বকে অতিসত্ত্বর পদ্ধতিগত বর্ণবাদ বন্ধ করতে হবে। গার্ডিয়ান

[৩] ২০২০ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের মিনোপোলিসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে শ্বাসরোধ করে হত্যার দায়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শাভিনের ২২ বছরের বেশি কারাদণ্ড হওয়ার রায়ের তিন দিন পর বেখলেট এই প্রতিবেদন প্রকাশ করেন।

[৪] ২৩ পৃষ্ঠার এই প্রতিবেদনে প্রায় ১৯০টি বর্ণবাদী হত্যাকাণ্ড সম্পর্কে বিশ্লেষণ করেন জাতিসংঘের কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়, উত্তর আমেরিকা, ইউরোপ ও ল্যাটিন আমেরিকায় পুলিশ ব্যক্তির জাতীগত পরিচয় বেশি খোঁজে ও এর ওপর ভিত্তি করে আচরণ দেখায়। এতে বলা হয়, পদ্ধতিগত বর্ণবাদের কারণে বিশ্বজুড়েই চাকরি, স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা ও বিচার প্রক্রিয়ার ন্যায় ও অধিকার থেকে বঞ্চিত হতে হয়। আল জাজিরা

[৫] ভিডিওবার্তায় বেখলেট বলেন, ‘আমি বিশ্বের প্রতিটি দেশকে আহ্বান জানাচ্ছি আপনারা বর্ণবাদকে অস্বীকার করা বন্ধ করুন, বর্ণবাদ উচ্ছেদ করুন, পারস্পরিক বিশ্বাস জোরদার করুন, আফ্রিকান বংশোদ্ভুতদের কথা শুনুন, অতীতের ভুলগুলোর মুখোমুখি হয়ে তা মোকাবেলা করুন।’ বহু শতাব্দী ধরে চলে আসা বৈষম্য ও সহিংসতা নিরসনে তিনি বলেন, ‘পদ্ধতিগত বর্ণবাদ বিলোপে পদ্ধতিগত প্রতিক্রিয়া প্রয়োজন।’

[৬] এই প্রতিবেদনে বর্ণবাদের ইতিহাসের সম্মুখীন হওয়া, সমাজের প্রতিটি স্তরে কৃষ্ণাঙ্গ প্রতিনিধিত্ব নিশ্চিত করা, মানবাধিকার লঙ্ঘনের জন্য আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের জবাবদিহিতার আওতায় আনতে দেশগুলোকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। সেইসঙ্গে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ এর মতো গোষ্ঠিগুলোর জন্য তহবিল গঠনেরও আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়