শিরোনাম
◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৮:৫০ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে এখন ঘুষ ছাড়া কোনো কাজ হয় না: সংসদে রুস্তম আলী ফরাজী

বাশার নূরু:[২] জাতীয় পার্টির সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী অভিযোগ করেছেন, প্রশাসনের সর্বত্র দুর্নীতিতে ছেয়ে গেছে। সরকারি দপ্তরে ঘুষ ছাড়া কোন কাজই হয় না। ভূমি, পুলিশ, বন থেকে শুরু হবে প্রতিটি দপ্তরে কাজ করতে গেলে ঘুষ দিতে হয়। ঘুষ ছাড়া থানায় মামলাও করা যায় না। ঘুষ ছাড়া যিনি কাজ করতে পারেন, তিনি তাকে ভাগ্যবান।

[৩] সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

[৪] স্বাস্থ্যখাতের কোনাকাটার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সার্জিক্যাল মাস্কের দাম কোনটি চার টাকা, কোনোটির দাম একটু বেশি। কিন্তু মন্ত্রণালয় এগুলো কিনেছে সাড়ে তিনশ থেকে সাড়ে চারশ টাকা করে। প্রতিটি মাস্ক থেকে সত্তর থেকে আশি গুণ টাকা লুটপাট হয়েছে।”

[৫] তিনি বলেন, ভূমি অফিসে গেলে এসি ল্যান্ডকে ঘুষ দেওয়া লাগবে। আরেক জায়গায় গেলে তহশিলদারকে ঘুষ দেওয়া লাগবে। একটু বড় কাজ হলে ইউএনওকে টাকা দেওয়া লাগবে। আরও বড় হলে ডিসি সাহেবের টাকা ছাড়া হবে না। থানায় তো দারোগা বাবুরা। আপনে মার খাবেন, আপনার লোক আহত হবে, নিহত হবে, তারপরেও এফআইআর করতে গেলে আগে টাকা তারপর কথা।“ব্রিটিশ আমলেও সবাই ঘুষ খেত না। পাকিস্তান আমলেও সবাই খেত না। এখন একেবারে প্রত্যেকেই।

[৬]আমলাদের সমালোচনা করে তিনি বলেন, “আমলারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন। এখনে বেগম পাড়া নিয়ে বক্তৃতা হয়েছে। এটা যুক্তরাষ্ট্রে আছে। কানাডায় বেশি। কারা করেছেন? তারা কি সব এমপি? নো। ম্যাক্সিমাম সরকারি কর্মকর্তা। কিছু ব্যবসায়ী। আর কিছু আমাদের নষ্ট রাজনীতিবিদ। রাজনীতিবিদ নয়, সবচেয়ে বেশি হচ্ছেন আমলারা- সরকারি কর্মচারীরা। তারা দুর্নীতি করে আগে স্ত্রীর নামে বাড়ি কেনে। ছেলেকে পাঠায়। পরবর্তীতে নিজে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়