শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৮:২৯ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একদিনের ম্যাচ ও টি- টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে ভারতীয় দল

স্পোর্টস ডেস্ক: [২] সোমবার কলম্বোতে গিয়েছে ভারতের সংক্ষিপ্ত ফরম্যাটের দল। সফরের দলে ২০ ক্রিকেটারের সঙ্গে আছে ৫ নেট বোলার।

[৩] আইসিসি বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপ এবং ইংল্যান্ডের বিপক্ষে টেষ্ট সিরিজ খেলার জন্য ইংল্যান্ডে অবস্থান করছে ভারতের প্রথম সারির দল। যে দলে আছেন ভিরাট কোহলি, রোহিত শর্মা, রবিন্দ্র জাদেজার মতো ক্রিকেটাররা। একই সময়ে আবার সংক্ষিপ্ত সংস্করনের ক্রিকেটে মাঠে নামছে ভারত। শক্ত পাইপলাইন থাকায় ওয়ানডে-টি-টোয়েন্টির জন্য আলাদা দল গড়তে সমস্যা হয়নি ভারতের।

[৪] শুধু ক্রিকেটার নয়, ভারতের কোচিং পাইপলাইনও যথেষ্ট শক্ত। প্রধান দলের সফরে খেলোয়াড়দের সঙ্গে কোচিং প্যানেলও থাকবেন। তাই অন্য দলের জন্য সমস্যায় পড়তে হতো ভারতকে। সেই সমস্যা খুব সহজেই কাটিয়ে উঠেছে ভারতীয় দল। দ্বিতীয় সারির দলের জন্য তারা প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রাহুল দ্রাবিড়কে।

[৫] শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতকে নেতৃত্ব দেবেন বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান। তারুন্যনির্ভর দলে আছেন অষ্ট্রেলিয়া সিরিজে খারাপ পারফর্ম করে বাদ পড়া পৃথবী শ। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন চেতন শাকারিয়া, ঋতুরাজ গায়কোয়াড়, দেবদূত পাড়িকল। শ্রীলঙ্কা সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত। আগামী ১৩, ১৬ ও ১৮ জুলাই হবে ওয়ানডে, টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ২১, ২৩ ও ২৫ জুলাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়