শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝালকাঠিতে করোনায় আক্রান্ত ২২ জন , সচেতনতামূলক প্রচারণায় মাঠে জেলা প্রশাসনের

এমদাদুল হক : [২] গত এক সপ্তাহ যাবৎ হঠাৎ করে সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। জেলায় এপর্যন্ত স্বাস্থ্য বিভাগ ৬৬৬৩ জনের নমুন পরীক্ষা করেছে। এদের মধ্যে ১৬০৯ জন আক্রান্ত হয়েছে এবং ৪৫৩৭ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। ৩৫ জনের মৃত ও ১৩১৫ জন সুস্থ হয়েছে। বর্তমানে ২৫২ জন হোম ও ৮ জন হাসপাতাল আইসোলেশনে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ড. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছে।

[৩] জেলায় প্রায় দুই সপ্তাহ পর জেলা প্রশাসন মাক্স ব্যবহারে জনগণকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমান আদালত জোড়ালো ভাবে মাঠে নেমেছে। সোমবার শহরে মাক্স না থাকা পথচারী ও যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে মাক্স বিতরণ করেছে।

[৪] এদিকে ভ্রাম্যমাণ আদালত শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কিছু সময় প্রায় ৫০ টি অটোরিক্সা আটক রেখে ছেড়ে দিয়েছেন। এছাড়া তিনটি দোকানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে ৩০০০ টাকা জরিমানা করেছেন। জেলার এনডিসি আহমেদ হাসানের নেতৃত্বে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। সারাদেশ জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর ঢেউ ঝালকাঠিতে পৌছালেও সাধারণ জনগণের মধ্যে মাক্স ব্যবহার সহ স্বাস্থ্য বিধি ২৫% এর বেশি মানুষ মানছে না । এর ফলে সংক্রমণের হারও বেড়ে চলেছে। প্রশাসনিক পর্যায় মাক্স ব্যবহারের ক্ষেত্রে কঠোর মনভাব নিয়ে মাঠ না নামলে অবস্থার উন্নতি হবে না।

[৫] জেলায় সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে। সোমবার সকাল থেকে গণপরিবহ ও শপিংমল ও মার্কেটগুলো বন্ধ রয়েছে। তবে সীমিত পরিসরের লকডাউনের মধ্যেও রাস্তায় ও বাজারে মানুষের ভিড় রয়েছে। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। গাদাগাদি করে ছোট যানবাহনে যাতায়াত ও বাজারে কেনাকাটা করছেন জনসাধারণ। এতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

[৬] সকাল থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও তথ্য অফিসের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার প্রচারণা চালানো হচ্ছে। এদিকে ঝালকাঠি-বরিশাল রুটে যাত্রীবাহী বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়