শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় লকডাউন ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে তৎপর প্রশাসন

রুবলে মজুমদার : [২] সীমিত লকডাউনে সারাদেশের ন্যায়ে কুমিল্লায় নিত্য প্রয়োজনীয় ছাড়া সব ধরনের দোকানপাট এবং শপিং মল বন্ধ রয়েছে। খোলা রয়েছে নিত্য পণ্যের বাজার।

[৩] অপরদিকে লকডাউনের কারনে কুমিল্লার তিনটি বাস স্টেশন থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের বাস বন্ধ রয়েছে। এ কারনে জরুরি প্রয়োজনে যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তারা পড়েছেন ভোগান্তিতে।

[৪] স্থানীয় বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়ায় স্বল্প দূরত্বে যাচ্ছেন তারা। লকডাউন বাস্তবায়নে কঠোর ভূমিকায় পালন করছে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

[৫] সোমবার সকালে নগরীর কান্দিরপাড়সসহ শহরে আশেপাশে এলাকায় কুমিল্লায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আব্দুর রহিম জেলা নেত্বতৃ করোনাসুরক্ষা সামগ্রী বিতরণ এবং জনসচেতনতা সৃষ্টির অভিযান পরিচালনা করা হয়।

[৬] এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আফজল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মোহাম্মদ নাজমুল হাসানসহ প্রমুখ ।

[৭] পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো.আব্দুর রহিম বলেন, আমরা পথচারীদের জনসচেতন সৃষ্টি করতে নগরী সহ জেলার প্রতিটি উপজেলা পুলিশ সড়কে সড়কে অবস্থান নিয়েছি। মাস্ক পরিধানে জন্য পথচারী বলছি। এছাড়া শহরে প্রবেশপথ গুলোতে চেক পোস্ট বসিয়ে জরুরী প্রয়োজন ছাড়া শহরে প্রবেশে নাগরিকদের নিরুৎসাহ করছি।

[৮] সরেজমিনে ঘুরে দেখা যায়, সোমবার সকাল থেকে নগরীর বেশিরভাগ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মল বন্ধ রয়েছে। তবে মুদি দোকান, কাঁচা বাজার, মাছের বাজার এবং ওষুধের দোকান খোলা রয়েছে। সকালের দিকে বাজারঘাটে ভীড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাজার ফাঁকা হয়ে গেছে।

[৯] তবে মাঝে মধ্যে ব্যাটারি চালিত কিছু রিক্সা, অটোরিক্সা চলাচল করতে দেখা যায়। দ্বিগুণ-তিনগুণ ভাড়া দিয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন জরুরি প্রয়োজনে রাস্তায় নামা জনগণ। প্রয়োজনীয় সংখ্যক যানবাহন না পাওয়ায় হেঁটেও গন্তব্যে যাচ্ছেন অনেকে। দুর্ভোগের শেষ নেই তাদের।

[১০] লকডাউন বাস্তবায়নে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, পরিচয়পত্রসহ সরকারি কর্মকর্তা-কর্মচারি ছাড়া কোনও যাত্রীবাহী যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে না। নগরীর অভ্যন্তরে জরুরি প্রয়োজনে শুধুমাত্র পায়ে চালিত রিক্সা চলাচল করতে দেয়া হচ্ছে।

[১১] জনসচেতনতা সৃষ্টিতে নগরীতে কয়েকটি স্থানসহ জেলায় মোট ৭ টি টিম কাজ করছে বলে জানান, কুমিল্লায় নিবার্হী জেলা ম্যাজিস্ট্রেট আবু সায়েদ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়