শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৫:১০ বিকাল
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামেক হাসপাতালে চলতি মাসের ২৭ দিনে ৩১৮ মৃত্যু

মঈন উদ্দীন: [২] রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে চলতি জুন মাসের ২৭ দিনে মৃত্যু হয়েছে ৩১৮ জনের।

[৩] রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সবশেষ ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে ৭ জন করোনা পজিটিভ ছিলেন। বাকিদের মৃত্যু হয় উপসর্গ নিয়ে। তাদের মধ্যে ৩ নারী ও ১১ পুরুষ। চলতি মাসে করোনা ইউনিটে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১৫৪ জন। বাকিদের মৃত্যু হয় উপসর্গ নিয়ে।

[৪] রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ৭, চাঁপাইনবাবগঞ্জের ৫, নাটোর ও নওগাঁর একজন করে মানুষের মৃত্যু হয়েছে। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত ব্যক্তিদের মধ্যে ৬ জন ষাটোর্ধ্ব। পঞ্চাশোর্ধ্ব ৫ ও চল্লিশোর্ধ্ব বয়সের ৩ জন।

[৫] হাসপাতালের প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৮ জন। আগের দিনে এই সংখ্যা ছিল ৫৫ । এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৭ জন। করোনা ইউনিটে সোমবার চিকিৎসা নিচ্ছেন ৪৪২ জন। ইউনিটে বেড রয়েছে ৪০৫টি।

[৬] এদিকে রোববার রাজশাহী মেডিক্যাল কলেজ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৫৬২ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা পজেটিভ আসে ১৪৯ জনের। রাজশাহীর ৪৮৫ নমুনা পরীক্ষা করে ১৩৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জের ৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের দেহে করোনা পাওয়া যায়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়