শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৩:৫৬ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উইন্ডিজদের বিপক্ষে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: [২] এভিন লুইস, ক্রিস গেইলদের দাপুটে ব্যাটিংয়ে আগের দিন দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ঘুরে দাঁড়াতে সময় নিল না প্রোটিয়ারা। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ১৬ রানের জয় তুলে নিল সফরকারীরা। তাতে সিরিজে ফিরল ১-১ সমতা।

[৩] রবিবার (২৮ জুন) রাতে গ্রেনাদার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রানের পুঁজি গড়ে দলটি। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ১৫০ রান করতে পারে।

[৪] ঠিক আগের দিন প্রোটিয়াদের দেওয়া ১৬১ রানের লক্ষ্য মাত্র ১৫ ওভারেই টপকে গিয়েছিল ক্যারিবীয়রা।

[৫] এদিন আসলে ব্যাট হাতে দাপট দেখাতে পারেনি উইন্ডিজের কেউই। আগের ম্যাচের নায়ক লুইস ১৬ বলে ২১ রানেই ফেরেন। আন্দ্রে ফ্লেচার ৩৬ বলে করেন ৩৫ রান। ব্যর্থ গ্রিস গেইল (৮), নিকোলাস পুরান (৯), কিয়েরন পোলার্ড (১), আন্দ্রে রাসেল (৫)।

[৬] জ্যানস হোল্ডারের ২০ বলে ২০ ও ফ্যাবিয়ান অ্যালেনের ১২ বলে ৩৪ তাই দলটির জয়ের জন্য যথেষ্ট হয়নি।

[৭] প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা সর্বাধিক ৩ উইকেট নেন। দারুণ বোলিং করেন জর্জ লিন্ডে ও তাবরাইজ সামসি। লিন্ডে ৪ ওভার বল করে মাত্র ১৯ রান খরচায় নেন ২ উইকেট। সামসি ১ উইকেট নিতে খরচা করেন মাত্র ১৬ রান। তাদের নৈপুণ্যেই ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে ৬২ থেকে ৫ উইকেটে ৭০ রানে পরিণত হয়।

[৮] এর আগে রিজা হেনড্রিক্সের ৩০ বলে ৪২ ও অধিনায়ক তেম্বা বাভুমার ৩৩ বলে ৪৬ রানে লড়াকু পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। দুজনই ৫টি করে চার ও ১টি করে ছক্কা হাঁকান।

[৯] এ ছাড়া কুইন্টন ডি কক ২০ বলে ২৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন ওবেদ ম্যাকে। ম্যাচসেরা হয়েছেন জর্জ লিন্ডে।

[১০] সংক্ষিপ্ত স্কোর : দক্ষিণ আফ্রিকা ১৬৬/৭ (কুইন্টন ডি কক ২৬, রেজা হেনড্রিকস ৪২, টেম্বা বাভুমা ৪৬, ডেভিড মিলার ১১, ওবেদ ম্যাককয় ৩/২৫, কেভিন সিনক্লেয়ার ২/২৩)।

[১১] ওয়েস্ট ইন্ডিজ ১৫০/৯ (এভিন লুইস ২১, আন্দ্রে ফ্লেচার ৩৫, জেসন হোল্ডার ২০, ফাবিয়েন অ্যালেন ৩৪, কাগিসো রাবাদা ৩/৩৭, জর্জ লিন্ডে ২/১৯, তাবরাইজ শামসি ১/১৬)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়