শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রায়ত্ত বন্ধ পাটকলগুলো অবিলম্বে চালু করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের শ্রমিক নেতারা

রিয়াজুর রহমান : [২] চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিস-বিলস আয়োজিত গতকাল রোববার এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।

[৩] সংবাদ সম্মেলনে বিলস লেবার রিসোর্স অ্যান্ড সাপোর্ট সেন্টার (এলআরএসসি) এর চেয়ারম্যান কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা এএম নাজিম উদ্দিন, নগর আওয়ামী লীগের উপদেষ্টা ও শ্রমিক নেতা সফর আলী এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত বক্তব্য দেন।

[৪] এসময় লিখিত বক্তব্যে তপন দত্ত বলেন, দেশের ৭৭টি পাটকলের মধ্যে সরকারি মালিকানায় মাত্র ২৪টি পাটকল ছিল। আকস্মিকভাবে বন্ধ করে দেওয়ায় এসব পাটকলের প্রায় ২৫ হাজার স্থায়ী এবং ২০ হাজার বদলি শ্রমিক চাকরি হারিয়েছেন।

[৫] দুই মাসের মধ্যে কর্মচ্যুত শ্রমিকদের সব পাওনা পরিশোধের কথা বললেও এখনো বহু শ্রমিকের পাওনা দেয়া হয়নি। তার আশঙ্কা এসব বন্ধ হওয়া মিলগুলোর জমি-মেশিনপত্রের পরিণতি আগে বন্ধ হওয়া পাটকলগুলোর মতই হবে।

[৬] তিনি বলেন, চীন প্রস্তাব দিয়েছিল রেনোভেশন করে পাটকলগুলো চালু করবে। ৬০ শতাংশ উৎপাদিত পণ্য তারা কিনে নিবে। প্রধানমন্ত্রী রাজিও হয়েছিলেন। শ্রমিক সংগঠনগুলো একটি প্রস্তাবও দিয়েছিল, কিন্তু হল না।

[৭] শ্রমিক নেতা নাজিম উদ্দিন বলেন, আমরা চাই অবিলম্বে পাটকল খুলুক। আমাদের পাট দিয়ে ভারতে পাটকল চালু হচ্ছে। বিশ্বব্যাংক তাদের নতুন পাটকল করতে ঋণ দেয় আর আমাদের পাটকল বন্ধ করার শর্ত দেয়।

[৮] এছাড়া শ্রমিক নেতা সফর আলী বলেন, বদলি শ্রমিকদের মধ্যে অনেকেই পাওনা পায়নি। আমরা চাই প্রথমত অবিলম্বে পাটকল চালু করা হোক। দ্বিতীয়ত পাওনা পরিশোধ করা হোক। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়