শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ১২:১২ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্রকে এফডিসি কেন্দ্রিক করে তোলার উদ্যোগ

ইমরুল শাহেদ: ‘আমরা চলচ্চিত্র নির্মাণকে এফডিসি কেন্দ্রিক করতে চাই। কারণ এফডিসিতে চলচ্চিত্রের সকল সুযোগ সুবিধাই আছে। শিল্পীদের জন্য স্থানটি নিরাপদও।’ পরিচালক সমিতির দায়িত্ব গ্রহণের ৮০ দিন পর সভাপতি সোহানুর রহমান সোহান এ রিপোর্টারকে বলেন, ‘নির্মাতারা যে অর্থে বাইরে ক্যামেরা, সম্পাদনা, ডাবিংসহ বিভিন্ন সুযোগ সুবিধা নেন, সে অর্থে এফডিসিও দিবে। এ ব্যাপারে এফডিসি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। এ ব্যাপারে আমরা একটি চুক্তি খসড়া তৈরি করছি। তথ্যমন্ত্রী অনুমোদন করলেই সেটি কার্যকর হবে।’

এজন্য কতোটা সময় লাগতে পারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘খুব শিগগিরই সেটা হয়ে যাবে। আমরা এই ব্যাপারে বিরামহীন এগিয়ে যাচ্ছি।’ উল্লেখ করার বিষয় হলো, এফডিসির সুযোগ-সুবিধা ও যন্ত্রপাতির ভাড়া বাইরের হাউজগুলোর তুলনায় বেশি হওয়ায় নির্মাতারা এফডিসির বাইরে চলে গেছেন। তাদেরকে এফডিসিতে ফিরিয়ে আনার জন্য পরিচালক সমিতির বর্তমান কর্মকতারা এই উদ্যোগ নিয়েছেন। সমিতির একজন মুখপাত্র বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে এফডিসির আয় যেমন বাড়বে তেমনি ষ্টুডিওটি আবারও আগের মতো রমরমা হয়ে উঠবে।

পরিচালক সমিতির অপর একটি সূত্র জানিয়েছে, তারা সরকারের কাছে আরও একটি প্রস্তাব রাখতে পারেন। সেটা হলো এফডিসির নথিভুক্ত নয় এমন ছবি সেন্সর ছাড়পত্রও পাবেনা। তবে বিষয়টি এখনও আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছে। প্রযোজক পরিবেশক সমিতিতে বর্তমানে কোনো কমিটি নেই। বাণিজ্য মন্ত্রণালয় নিয়োজিত প্রশাসকই এখন সমিতির কার্যক্রম পরিচালনা করছেন। কথা ছিল প্রশাসক নিয়োজিত হওয়ার ৯০ দিনের মধ্যে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু কোন অজ্ঞাত কারণে বিলম্ব হচ্ছে তা স্পষ্ট নয়। তবে একটি সূত্র জানিয়েছে, নির্বাচন নিয়ে আলোচনার জন্য প্রযোজক পরিবেশক সমিতির কয়েকজনের সঙ্গে বসেছিলেন প্রশাসক। সেখানে একজন প্রযোজক নির্বাচনের বিরোধিতা করেছেন। তিনি সেখানে মহামারির কথাই বলেছেন। প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন হয়ে গেলে এসব সিদ্ধান্ত নিতে আরো সুবিধাজনক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়