শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ১১:২৬ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানের চিকদাইর সাহেব বাড়ি সড়কের অবস্থা বেহাল দশা, জনদূর্ভোগ চরমে

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি: বিগত তিন বছর পূর্বে বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের রাউজানের চিকদাইর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সাহেব বাড়ি সড়টির নির্মাণ কাজের জন্য স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ ( এলজিইডি) থেকে বরাদ্দ দেয়া হয়েছে। নির্মাণ কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠান বিগত দু'বছরেও সড়কটির উন্নয়ন কাজ না করায় বর্তমান সড়কটি অবস্থা বেহাল দশা। এই সড়কটি দিয়ে চিকদাইর ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন। প্রায় ২ কিলোমিটার সড়কের কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে ভেঙে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব খানাখন্দ আর ছোট-বড় গর্তে বৃষ্টির পানি জমে থাকে।

সড়কের এমন বেহাল দশায় প্রতিনিয়ত চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে সড়ক দিয়ে চলাচলরত যাত্রী ও স্থানীয়দের। স্থানীয় লোকজন ও সিএনজি অটোরিক্সা চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার কাজ না হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদেরকে। বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংষ্কার কাজ করতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী।

রাউজান উপজেলা প্রকৌশলী সূত্রে জানা যায়, গত ২০১৭ সালের ২৯ নভেম্বর সড়কটি অবকাঠামো উন্নয়ন কাজের জন্য ৪২ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। সড়কটি নির্মাণ কাজের টেন্ডার পায় মেসার্স ফাবিহা এন্টারপ্রাইজ নামের ঠিকাদার প্রতিষ্ঠান। তবে ঠিকাদার প্রতিষ্ঠান সময়মত সড়কের নির্মাণ কাজ না করায় ২০১৯ সালের ২৪ নভেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তিপত্র বাতিল করা হয়।

রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, চিকদাইর সাহেব বাড়ি সড়কের সংস্কারের কাজ ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ফাবিহা এন্টারপ্রাইজ টেন্ডার পাওয়ার পর বিগত দু'বছরেও সড়কের নির্মাণ কাজ না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তিপত্র বাতিল করা হয়েছে। ইতোমধ্যে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় ফের সড়কটির নির্মাণ কাজ জন্য ৮৯ লাখ টাকা ব্যয় নির্ধারণ করে কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই সড়কটির নির্মাণ কাজ করা হবে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়