শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০১:৩৬ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকতার বানু আল্পনা: নিরাশ হবেন না, শেষ থেকেও অনেক কিছু শুরু হতে পারে!

আকতার বানু আল্পনা: একদিন আমার বাসার সামনের রাস্তার পাশের ড্রেনে শাপলা ফুলের গাছ দেখে বেশ অবাক হলাম। কারণ এর আগে কখনো ড্রেনে জলজ ঘাস ছাড়া আর কিছু দেখিনি। ড্রাইভার দেখে বললো, কেউ বাগান পরিষ্কার করে আগাছা ড্রেনে ফেলেছে হয়তো। পানিতে ভেসে এসেছে। গাছটা ধীরে ধীরে বাড়তে থাকলো। কিছুদিন পরে দেখি, সুন্দর দুইটা কলি ধরেছে। তবে কলি দেখে শাপলার রঙটা বুঝতে পারছিলাম না। ফোটার পরে দেখলাম বেগুনি সাদা পাপড়ি। মাঝখানে হলুদ। অসম্ভব সুন্দর দেখাচ্ছে। বিকেলে গিয়ে দেখি, ফুলটা নেই। রাস্তার ধারে ড্রেন। কেউ ফুলটা ছিঁড়ে নিয়ে গেছে।

মন খারাপ হলো। চলে গেলাম টবের দোকানে। মাটির বড় একটা চাড়া কিনে আনলাম। তাতে মাটি ভরে ড্রেন থেকে কিছুটা মাটিসহ পুরো গাছটা তুলে এনে চাড়াতে লাগালাম। বেশি করে পানি দিলাম। ক’দিন পরে ছোট কুঁড়িটাও ফুটলো। কী যে সুন্দর। কিন্তু বিধি বাম। আমার বাসার ভেতরের ড্রেনের পানিতে পোকা ধরে খাওয়ার জন্য বকসহ নানা পাখি আসে। একটা সাদা বক ফুলটা খেয়ে ফেললো। তারপর কেন জানি ধীরে ধীরে গাছটাও মরে গেলো। আমি হাল ছাড়তে নারাজ। আমার মালিকে দিয়ে জুবেরীর পুকুর থেকে একটা গাঢ় গোলাপী রঙের শাপলার গোড়া তুলে এনে আরেকটা বড় চাড়াতে লাগালাম। এই গাছটাও ধীরে ধীরে মরে গেলো। আমি খুবই মর্মাহত হলাম। পরে দুটো টবেই অন্য গাছ লাগালাম। এবছর বৃষ্টি শুরু হওয়ার কিছুদিন পরেই দেখছি, দুটো চাড়াতেই শাপলার পাতা গজাচ্ছে। তারমানে গাছ দুটো আসলে মরেনি! আহা কী আনন্দ আকাশে বাতাসে। মোর‌্যাল অফ দ্য স্টোরী : গাছ হোক বা সম্পর্ক, কোনোকিছু শেষ হয়ে গেলো নিরাশ হবেন না। শেষ থেকেও অনেক কিছু শুরু হতে পারে।        ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়