শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০৮:২৭ রাত
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে আর উৎপাদিত ও বিক্রি হবে না জনসন এন্ড জনসনের ব্যাথানাশক ঔষধ

লিহান লিমা: [২] শনিবার নিউইয়র্কের অ্যাটর্নী জেনারেল জানান, ব্যাথানাশক ঔষধ ব্যবহারে আসক্তি তৈরিতে মদদ দেয়ার মামলায় মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট জনসন এন্ড জনসন ২৩০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করতে রাজি হয়েছে। আল জাজিরা

[৩] এক বিবৃতিতে অ্যাটর্নী জেনারেল লেটিটিয়া জেমস বলেন, ‘নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ব্যাথানাশক ঔষধের ব্যবহার মহামারী রুপ ধারণ করেছে, লাখ লাখ মানুষ এখন এই ভয়ঙ্কর ও প্রাণঘাতী ব্যাথানাশক ঔষধে আসক্ত হয়ে পড়েছে।

[৪] জেমস আরো বলেন, জনসন এন্ড জনসন এই আসক্তি তৈরির পেছনে ছিলো, কিন্তু এখন তারা বলেছে তারা ব্যাথানাশক ঔষধ তৈরি ব্যবসা ছেড়ে দেবে। যুক্তরাষ্ট্রে জনসন এন্ড জনসনের তৈরি ব্যাথানাশক ঔষধ আর উৎপাদিত ও বিক্রি হবে না। সেই সঙ্গে নিউইয়র্ক রাজ্যে অপিঅড প্রতিরোধ, চিকিৎসা ও শিক্ষাখাতে এই ২৩০ মিলিয়ন ডলার ব্যয় করা হবে।’

[৫] এই চুক্তির ফলে ২০১৯ সালে জেমসের আনা মামলা থেকে দায় মুক্তি পাচ্ছে জনসন এন্ড জনসন। তবে কোম্পানিটি কোনো দায় বা ভুল স্বীকার করে নি।

[৬] এর আগে ২০১৯ সালে ওকালাহামা রাজ্যের করা এক মামলায় আফিমযুক্ত ব্যাথানাশক ঔষধ তৈরির দায়ে জনসন এন্ড জনসনকে ৫৭২ মিলিয়ন ডলার জরিমানা করা হয়।

[৭] মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ অধিদপ্তর (সিডিসি) বলেছে, গত ২০ বছরে প্রায় ৫ লাখ মৃত্যুর জন্য দায়ী এই ব্যাথানাশক ঔষধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়