শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে নিয়মরক্ষার ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : [২] কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে এক ম্যাচ হাতে রেখে গ্রুপ ‘বি’তে চ্যাম্পিয়ন হয়ে সবার আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ব্রাজিল। রবিবার রাতে নিয়মরক্ষার ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়।

[৩] দেশের মাটিতে অনুষ্ঠিত এবারের কোপা আমেরিকা মিশনটা দুর্দান্ত হয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী দল ব্রাজিলের। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পায় তিতের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখেন নেইমাররা। এ ম্যাচের জয়টা অবশ্য আরো বড়। দ্বিতীয় ম্যাচে পেরুকে হারিয়েছে ৪-০ গোলে।

[৪] প্রথম দুই ম্যাচে গোল না খাওয়া দলটি তৃতীয় ম্যাচের প্রথমার্ধেই কলম্বিয়ার বিপক্ষে একটি গোল খেয়ে বসে। এক সময় সবাই হয়তো ভেবেই বসেছিল- হার মেনেই মাঠ ছাড়বে টেবিলের শীর্ষে থাকা ব্রাজিল। কিন্তু আয়োজক দেশের ফুটবলার হার মানতে নারাজ। শেষ মূহুর্তে দুই গোল দিয়ে ম্যাচটিতে জিতেছে ২-১ গোল ব্যবধানে।

[৫] এদিকে ইকুয়েডর গ্রুপপর্বে এখন পর্যন্ত কোনো ম্যাচে জয় পায়নি। চলতি কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরেছে দলটি। অবশ্য এরপর আর হারের স্বাদ পেতে হয়নি তাদের। দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর পেরুর বিপক্ষে ম্যাচটিও একই ব্যবধানেই ড্র হয়েছে।

[৬] ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে সবার উপরে ব্রাজিল। তিন ম্যাচের প্রত্যেকটি জিতে এখন পর্যন্ত তাদের পয়েন্ট সংখ্যা ৯। এদিকে তিন ম্যাচে দুই ড্রতে ইকুয়েডরের সংগ্রহ ২ পয়েন্ট। তারা অবস্থান করছে টেবিলের চার নম্বরে। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ব্রাজিলের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই দলটির। - সাউলি টাইমস্

  • সর্বশেষ
  • জনপ্রিয়