শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষামূলক শিশুতোষ প্রামাণ্যচিত্র তৈরি করে টেলিভিশনে সম্প্রচারের পরামর্শ সংসদীয় কমিটির

সমীরণ রায়: [২] রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়।

[৩] মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পরামর্শের মধ্যে রয়েছে-করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত শিশুদের মানসিক বিকাশের জন্য টেলিভিশন চ্যানেলে এই শিক্ষামূলক বিনোদন এবং কুইজ প্রতিযোগিতা চালু করা প্রয়োজন।

[৪] সংসদীয় কমিটির সদস্য আব্দুল আজিজ বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলে-মেয়েগুলো বাসায় বসে ল্যাপটপ-মোবাইলসহ ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে। এতে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। টিভিতে তাদের জন্য এক থেকে ২ ঘণ্টাব্যাপী প্রতিযোগিতা, শিক্ষামূলক বিনোদন কিংবা কুইজ প্রতিযোগিতা চালু করার পরামর্শ দেওয়া হয়েছে। দেশে বাল্যবিবাহ কমছে। এই করোনাকালে দেখা যাচ্ছে অনেক অপ্রাপ্ত বয়সী মেয়ে পালিয়ে বিয়ে করছে। পরে দেখা যাচ্ছে ৬ মাস পরে বিচ্ছেদ হয়ে যাচ্ছে।

[৫] জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মেয়েদের সচেতনতা সৃষ্টিতে বাল্যবিবাহ রোধ, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য সাইকেল প্রদান, মেয়েদের স্বাবলম্বী করে গড়ে তোলা বিষয়ক প্রকল্প তৈরি করার সুপারিশ করা হয়েছে। কমিটি শিক্ষামূলক শিশুতোষ প্রামাণ্যচিত্র তৈরি করে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন।

[৬] কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য সাহাদারা মান্নান, কানিজ ফাতেমা আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়