শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাবতলী পার হলেই গাড়ি মিলছে, স্বাস্থ্যবিধি উপেক্ষিত, নগরীতে অসহনীয় যানজট

সুজিৎ নন্দী: [২] রাজধানীর গাবতলী পার হয়ে আমিন বাজার গেলে প্রাইভেটকার, মাইক্রোবাস আর এম্বুলেন্স। দারুসালাম মোড় ও তার আশেপাশে দাঁড়িয়ে আছে প্রায় ৩শ’ মটর সাইকেল। যাত্রী নিয়ে যাবে তাদের গন্তব্যে। এদিকে মানিকগঞ্জ-পাটুরিয়া, অন্যদিকে নারায়নগঞ্জ-কুমিল্লা যাওয়া যাচ্ছে।

[৩] ঢাকাতেও প্রবেশ করছে এম্বুলেন্স ও মাইক্রোবাসে হাজার হাজার মানুষ। ঢাকাতে আসা এবং ঢাকা থেকে দূরপাল্লাই যাওয়া বড় কোন সমস্যা নয়। আর আমিনবাজার ও গোলাপবাগ থেকে রাতে দূরপাল্লার বাস চলাচল করে। ভাড়া তিনগুন।

[৪] বৃহস্পতিবার থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হওয়ার ঘোষণায় ঢাকা ছাড়তে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ। অন্যদিকে জীবিকার জন্য এখনো ঢাকামুখীও হচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। এ কারণে রোববার সকাল থেকে শিবচরে বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দেখা গেছে মানুষের ভিড়।

[৫] অন্যদিকে রাজধানীতে সকাল থেকে শুরু হয়েছে যানজট। ঢাকা ছাড়া মানুষগুলো রিক্সা, সিএনজি, বাস, কাভার্ড ভ্যান, লেগুনার ভীড়ে ট্রাফিক পুলিশ হিমসিম খাচ্ছে। বিশেষ করে গাবতলী, দারুসসালাম, কল্যানপুর, আসাদগেট, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, ফার্মগেট, বাংলামটর, শাহবাগ, পল্টনমোড়, কাকরাইল মোড় বড় ধরনের যানজট তৈরি হয়েছে।

[৬] সকাল থেকে শপিং মল, সুপারশপের পাশাপাশি বাজারগুলোতে প্রচন্ড ভীড় দেখা যায়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়েছে। সরেজমিনে এরকম চিত্র দেখা যায়।

[৭] সদরঘাটে ঢাকার বাইরে যাওয়া একাধিক যাত্রী জানায়, কঠোর লকডাউনে পড়লে ঢাকায় থাকা কষ্ট। কাজ জোটে না। বেকার বসে থাকতে হয়। তাই বাড়িতে যাই। সেখানে থাকলে ঢাকার মত এত খরচ হবে না।

[৮] ট্রাফিক বিভাগের একাধিক কর্মকর্তা জানান, সড়কে মানুষের চাপ অনেক বেশি। সবকিছু বন্ধ হওয়ার আগে মানুষ নিজ নিজ গন্তব্যে চলে যেতে চাইছে। এ কারণেই সড়কে প্রচুর মানুষ। তারা আরো জানান, ঢাকা থেকে কোনো বাসকে সাইনবোর্ড পার হতে দেওয়া হচ্ছে না। তবে পিকআপ, ট্রাকসহ পণ্যবাহী যান ছাড়া হচ্ছে। রোগী, জরুরি সেবা, বিদেশগামী ব্যক্তিদের যেতে দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়