শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০৫:৩৬ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় সাব্বির হত্যার রহস্য উদঘাটন, আমিনুলসহ গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধিঃ [২] জেলার শাজাহানপুরে রাস্তার পাশের্^ ডোবা থেকে হাত-পা বাধা অবস্থায় সাব্বির আহম্মেদ (১৪) নামে এক ইজিবাইক চালক হত্যার মুল পরিকল্পনাকারী আমিনুলসহ দুইজনকে গ্রেফতার র‌্যাব-১২ বগুড়া।

[৩] গ্রেফতারকৃতরা হলো-বগুড়ার কাহালু উপজেলার দক্ষিণ জামগ্রাম (সাদাপাড়া) গ্রামের মোঃ গোলাম মোস্তফা পুত্র মোঃ আমিনুল ইসলাম (২৬), দক্ষিণ জামগ্রাম (পাঠপাড়া) গ্রামের মোঃ বুলু মিয়া প্রামানিকের পুত্র মোঃ আব্দুস সোবহান আলী (২৫)।

[৪] নিহত সাব্বির আহম্মেদ বগুড়ার কাহালু উপজেলার জাম গ্রামের ইজিবাইক চালক গোলাম রব্বানীর পুত্র। সে জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র ছিল। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ ঘটনার পর থেকেই র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের গোয়েন্দা দল ও আভিযানিক দল হত্যার রহস্য উদঘাটনের জন্য মাঠে নামে এবং হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে।

[৫] গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম জানতে পারে ইজিবাইক চালক স্কুল ছাত্র সাব্বির হত্যায় জড়িত পলাতক সন্ত্রাসী গাবতলীতে অবস্থান করছে এই সংবাদের ভিত্তিতে শবিার দিবাগত রাত ১টা হইতে সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে প্রধান আসামী আমিনুল ও তার সহযোগী সোবহানকে কাহালু এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার বগুড়ার শাজাহানপুর এলাকায় ইজিবাইক ছিনতাই করার সময় বাধা দিলে সাব্বির কে হত্যা করা হয়।

[৬] উক্ত হত্যাকান্ডে গ্রেফতারকৃত আমিনুল ও সোবহান ইজিবাইক ছিনতাই করার সময় খুনি হিসেবে হত্যাকান্ডে অংশগ্রহণ করেছিল।

[৭] গ্রেফতারকৃতরা সাব্বির হত্যার পর থেকেই বগুড়ার বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। উল্লেখ্য এ হত্যাকান্ডে গ্রেফতারকৃত অপর আসামী আঃ সালাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে মূল পরিকল্পনাকারী আমিনুল ও সহযোগী সোবহান হত্যাকান্ডে জড়িত বলে উল্লেখ করেছে। গ্রেফতারকৃত উঠতি বয়সী যুবকদের সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার সহযোগিতা করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

[৮] র‌্যাব-১২ বগুড়া কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি) বিএন এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়