শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০৫:৩৪ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী পেলো ট্রফির সঙ্গে ১২ লাখ টাকা, প্রাইম ব্যাংক ৮ লাখ

রাহুল রাজ: [২] প্রায় ১ মাসের মাঠের লড়াই শেষে পর্দা নেমেছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের, করোনা মহামারির কারণে জৈব সুরক্ষা বলয়ে টি- টোয়েন্টি ফর্মেটে ডিপিএল মাঠে গড়িয়েছে।

[৩] রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে গ্রুপ ও সুপার লিগ পর্বের খেলা শেষে ২৪ পয়েন্ট নিয়ে টানা তৃতীয় বার ও রেকর্ড ২১তম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড, ১ ম্যাচ কম জেতা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হাতে উঠেছে রানার্সআপ ট্রফি।

[৪] ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেড পুরস্কার হিসেবে পেয়েছে ১২ লাখ টাকা, রানার্সআপ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হাতে উঠেছে ১০ লাখ টাকার চেক। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নুরুল হাসান সোহান দেড় লাখ, সর্বোচ্চ রান সংগ্রাহক মিজানুর রহমান ১ লাখ ও সেরা উইকেট শিকারী মোহাম্মদ সাইফুদ্দিন পেয়েছেন ১ লাখ করে টাকা।

[৫] চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি পুরস্কার পেয়েছেন টুর্নামেন্টের সেরা পারফর্মাররাও, ডিপিএলের সেরা ক্রিকেটার হয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান। দল চ্যাম্পিয়ন রেসে শেষ পর্যন্ত টিকে থাকতে না পারলেও ব্যক্তিগত পারফর্মেন্সে উজ্জ্বল ছিলেন সোহান, তিনি ১৬ ম্যাচে ৩৫.৩৬ গড়ে করেছেন ৩৮৯ রান।

[৬] সুপার লিগে জায়গা করে নিতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন, তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলটির অধিনায়ক মিজানুর রহমান বনে গেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। যেটা সুপার লিগে ১৫ ম্যাচ শেষেও কেউ টপকাতে পারেনি, ১১ ম্যাচে ৫২.২৫ গড়ে করেছেন ৪১৮ রান; ৩ ফিফটির পাশাপাশি সেই সেঞ্চুরিটিও মিজানুরের নামের পাশে জ্বলজ্বল করছে।

[৭] সেরা বোলার হওয়ার লড়াইটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, সেরা বোলার হওয়ার দৌড়ে অনেকটাই পিছিয়ে ছিলেন আবাহনী লিমিটেডের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। কিন্তু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে অলিখিত ফাইনালে ৪ উইকেট নিয়ে কামরুল ইসলাম রাব্বি, শরিফুল ইসলামদের টপকে ২৬ উইকেট হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী।

[৮] পুরস্কারপ্রাপ্তদের তালিকা :
চ্যাম্পিয়ন- ১২ লাখ টাকা (আবাহনী লিমিটেড)
রানার্সআপ- ১০ লাখ টাকা (প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব)
ম্যান অব দ্যা টুর্নামেন্ট- ১.৫০ লাখ টাকা (নুরুল হাসান সোহান)
টুর্নামেন্টের সেরা ব্যাটার- ১ লাখ টাকা (মিজানুর রহমান)
টুর্নামেন্টের সেরা বোলার- ১ লাখ টাকা (মোহাম্মদ সাইফুদ্দিন)

  • সর্বশেষ
  • জনপ্রিয়