শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে প্রেমের টানে ভারত থেকে পালিয়ে আসা তরুণীসহ তিনজনকে কারাগারে প্রেরণ

আফরোজা সরকার : [২] প্রেমের টানে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আসা প্রীতি পন্ডিত (১৭) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার প্রেমিক এর সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। রোববার (২৭ জুন) দুপুরে মিঠাপুকুর উপজেলার রানী পুকুর ইউনিয়নের নূরপুর বালাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে রোববার সকালে আদালতে হাজির করা হয়েছে।

[৩] আটকৃতরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার মন্টু পন্ডিতের মেয়ে প্রীতি পন্ডিত , কথিত প্রেমিক রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের মহির উদ্দিনের ছেলে মিলন ও সহযোগী একই গ্রামের বাবলু মিয়ার ছেলে হাবিবুর রহমান।

[৪] পুলিশ জানায়, মিলনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় প্রীতি পন্ডিতের। এককপর্যায়ে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই টানে গত ২৪ জুন ভারত থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসে প্রীতি পন্ডিত।

[৫] গত কয়েকদিন ধরে প্রীতি সদ্যপুস্করিণী ইউনিয়নের পালিচড়া ফাজিল খা গ্রামে মিলনের বাড়িতে অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালানো হয়, পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ প্রীতি পন্ডিত, মিলন ও তার সহযোগী হাবিবুরকে মিঠাপুকুর উপজেলার রানী পুকুর ইউনিয়নের নূরপুর বালাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

[৫] সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মানবপাচার আইনে মামলা দিয়ে তিনজনকে আসামি করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়