শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০৫:০৮ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়া ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৯ সদস্য আটক

ইমদাদুল হক : [২] সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ ইউনিয়ন যুবলীগ নেতার সংঘবদ্ধ ডাকাত দলের ৯ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি দল ।

[৩] রোববার (২৭ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪। এর আগে, শনিবার (২৬ জুন) রাতে আশুলিয়ার পাবনার টেক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

[৪] আটকরা হলো, দল নেতা সানোয়ার হোসেন (৩৮), বাকি সদস্যরা হলো মো. সানোয়ার হোসেন পাঁঠান (৩৫), রিপন মিয়া (৩০), লিটন রেজা (রাজা) (৩৪), সাইফুল ইসলাম (৩২), আহাদ আলী (৩৮) আরশাফ আলী (৩৪), আল আমিন (২৫) ও মো. রোকনুজ্জামান (৩৪)। তারা সবাই পাবনার টেক এলাকার বাসিন্দা। দল নেতা সানোয়ার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক।

[৫] র‌্যাব-৪ জানায়, এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ০৫ টি হাশুয়া, ০১ টি দা, ০১ টি করাত, ০১ টি চাইনিজ কুড়াল, ২৬৬ পিস ইয়াবা, ০১ ক্যান বিয়ার, ১১ টি মোবাইল এবং নগদ ১৯,৭২৫ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

[৬] এ ব্যাপার র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রাকিব মাহমুদ খাঁন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা সংঘবদ্ধ দুর্র্ধষ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা দলবদ্ধ ভাবে দীর্ঘদিন যাবৎ সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার ডাকাতি করে আসছিলো। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়