জামাল হোসেন খোকন : [২] চুয়াডাঙ্গা জীবননগরে লকডাউন অমান্য করায় ৬ জনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। রোববার (২৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
[৩] জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
[৪] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি এবং করোনাকালে বিধিনিষেধ অমান্যকরণের দায়ে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এবং ‘দণ্ডবিধি, ১৮৬০’ এর সংশ্লিষ্ট ধারার ৬ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
[৫] উল্লেখ্য, সম্প্রতি চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় গত ২৩ জুন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ৭ দিনের লকডাউন জারি করা হয়েছে। জারি করা লকডাউনের নির্দেশনাসমূহ সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তা তদারকি করতেই এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
[৬] ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা। সম্পাদনা : সাদেক আলী
আপনার মতামত লিখুন :