শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০৪:২০ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের কিছু এলাকাসহ গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবিতে সরগরম ভারতের ত্রিপুরা রাজ্য

আসিফুজ্জামান পৃথিল: [২]এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন ত্রিপুরা রাজপরিবারের উত্তরসুরী। [৩] ভারতের ত্রিপুরা রাজ্যে প্রায় সবগুলো বড় রাজনৈতিক দলের বিরোধীতার মুখেই টিপ্র মোথা নামে নবগঠিত একটি রাজনৈতিক দল আদিবাসীদের অর্থনৈতিক উন্নয়নের দাবি তুলে শুক্রবার ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে (টিটিএএডিসি) একটি রেজ্যুলেশন পাস করে। সবপ্রতি এই দলটি গুরুত্বপূর্ণ এই কাউন্সিলে বিজেপি জোটকে হারিয়ে জয়লাভ করেছে। ইন্ডিয়া টিভি

[৪] পাস করার পর এই রেজ্যুলেশন ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এই মোথার নেতৃত্বে আছেন ত্রিপুরার ঐতিহাসিক মাণিক্য পরিবারের বর্তমান উত্তরসুরী প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেব বর্মন।

[৫] ১০ হাজার ৪৯১ বর্গ কিলোমিটারের টিটিএডিসি ত্রিপুরার ১০ হাজার ৪৯১বর্গ কিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত। যা রাজ্যটির দুই তৃতীয়াংশ। ফলে এই কাউন্সিলের প্রভাব ব্যাপক। ২০২১ নাল থেকে আলাদা টিপ্রাল্যান্ডের দাবি তুলছেন প্রদ্যোৎ। তার দাবি, তার পূর্বসুরীরা যেসব এলাকা শাসন করেছেন, আদিবাসী হিসেবে তাদের সেইসব এলাকায় আলাদা অঞ্চল দাবি করার যৌক্তিকতা রয়েছে।

[৬] এই রেজ্যুলেশন উত্থ্পান করেন টিটিএিডিসি’র সদস্য রুনিলদেববর্মা। তিনি জানান, এবার এই রেজ্যুলেশন গভর্নরের কাছে পাঠানো হবে। তার মতে বাংলাদেশ ও উত্তর-পূর্বের বাকি রাজ্যগুলোকেও এই কাউন্সিলে যোগ করা যৌক্তিক। কারণ ইউরোপীয় ইউনিয়নেও এই ধরনের কাউন্সিলের অস্তিত্ব রয়েছে। এতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন উঠার কার নেই।

[৭] তবে বাংলাদেশ এইু ব্যাপারে অবগত আছে কী না, অথবা বাংলাদেশের অনুমতি না নিয়ে এই ধরনের রেজ্যুলেশন পাস করা যায় কী না সে ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি টিপ্রা নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়