শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০৪:১৯ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরোয়া ক্রিকেটের মান উন্নায়নে নিজস্ব খেলার চ্যানেলের ভাবনা বিসিবি

রাহুল রাজ: [২] খেলার মানের সঙ্গে আম্পায়ারিং নিয়ে বিতর্ক বহু পুরনো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। এর অন্যতম কারণ মনে করা হচ্ছে, এসব ঘরোয়া লিগের খেলাগুলো টিভিতে সম্প্রচার না করা। লোকচক্ষুর আড়ালে থেকে যা ইচ্ছা তা করা যায় এমন ধারণা।

[৩] তবে গত কয়েক বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের উদ্যোগে ফেসবুক ও ইউটিউবে সরাসরি দেখাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ও জাতীয় ক্রিকেট লিগের ম্যাচগুলো। কিন্তু সম্প্রচারের মান এতটাই খারাপ যে দর্শকরা মুখ ফিরিয়ে নিতে বাধ্য।

[৪] এবার ডিপিএলের লিগ পর্বের ম্যাচগুলোও দেখানো হয় বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। তবে মানহীন ছিল সম্প্রচার। শেষ পর্যন্ত সুপার লিগের খেলাগুলো দেখানো হয় দুটি টিভি চ্যানেল গাজী টিভি ও টি-স্পোর্টসে।

[৫] এতে করে দর্শকরাও ভালো ভাবে খেলা দেখতে পেরেছে। শেষ দিকে ডিপিএল নিয়ে কৌতূহলও বেড়েছিল বেশ। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন নিজেও মনে করছেন, প্রত্যেকটা খেলা যদি সরাসরি সম্প্রচার করা যেত তাহলে খেলার মান যেমন ভালো হত, আম্পায়ারিংয়ের মানও ভাল হত।

[৬] এনসিএল থেকে শুরু করে সব ঘরোয়া ক্রিকেট, সব যদি দেখাতে পারতাম টিভিতে, খেলার মান বাড়ত। এতে শুধু খেলোয়াড়দের না, আম্পায়ারিংয়ের মানও বাড়বে কারণ সবাই দেখবে।

[৭] ভবিষ্যতে বিসিবির হয়েছে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা। বিসিবি প্রধান বলেছেন, কোনো চ্যানেলের সঙ্গে যদি দীর্ঘমেয়াদী চুক্তি না হয় তাহলে আলাদা চ্যানেল নেয়ার চেষ্টা করবে বিসিবি।

[৮] আমি আশা করব আমরা এখন থেকে সব খেলা যেন সরাসরি দেখাতে পারি, কোনো চ্যানেলের সাথে লম্বা চুক্তিতে যেতে পারি কী না সেটা দেখছি। তা না হলে যদি ক্রিকেটের জন্য আলাদা চ্যানেল নিতে হয় সেটার জন্য আমি চেষ্টা করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়