শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ১২:৫৪ রাত
আপডেট : ২৭ জুন, ২০২১, ১২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেমসকে উপহার দেওয়া হলো ‘তারায় তারায়’ গিটার

নিউজ ডেস্ক: ‘গিটারটি দেখার পর তাতে তার নাম লেখা জন্য নয়, বরং বাংলাদেশের কাঠ দিয়ে দেশেই তৈরি জেনে জেমস ভাই বেশি খুশি হয়েছেন’

“আমি তারায় তারায় রটিয়ে দেবো, তুমি আমার” কথাগুলো পড়লেই মনের অজান্তে যার গান গেয়ে উঠে বাংলাদেশের একটা প্রজন্ম, তিনি জেমস।

নগর বাউল ব্যান্ডের এই তারকা গায়কের জন্য এবার তারই গানের নামে একটি গিটার প্রস্তুত করেছেন বাদ্যযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান “বেশি জোশ কাস্টমস”।

গানের নামে ও আদলে তৈরি গিটারে লেখা আছে জেমসের নামও। উদ্দেশ্য “গুরু” জেমসকে উপহার দেওয়া।

জানা গেছে, জেমসকে উপহার দেওয়ার জন্য বিশেষ এই গিটার নির্মাণ করেছেন।

সোমবার (১৪ জুন) রাতে জেমসের হাতে উপহারস্বরুপ গিটারটি তুলে দেন “বেশি জোশ কাস্টমস” বাদ্যযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির হেড অব অপারেশনস এবং “আরবোভাইরাস” ব্যান্ডের ড্রামার নাফিজ আল আমিন।

নাফিজ জানান, গিটার তৈরির মূল উদ্যোক্তা সংগীতপ্রেমী আইনজীবী চিশতী ইকবাল। পরবর্তীতে আমাদের সাথে যোগ দেন আর্বোভাইরাস ব্যান্ডের গিটারিস্ট রঞ্জন।

নাফিজ আরও জানান, গিটারটি দেখার পর তাতে লেখা নাম নয়, বরং বাংলাদেশের কাঠ দিয়ে বাংলাদেশেই তৈরি জেনে জেমস ভাই বেশি খুশি হয়েছেন।

নগরবাউল ব্যান্ডের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, একজন সংগীতশিল্পীর কাছে এরথেকে সম্মানের আর কী হতে পারে? এখন শুধু গিটার হাতে জেমসের মঞ্চে ওঠার পালা। সূত্র: ঢাকা ট্রেউবিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়