শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৮:১৭ রাত
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ টিকা মজুদ রয়েছে ৮৬ হাজার ৪৫৫: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত দেওয়া হয়েছে ১ কোটি ১ লাখ ৩৮৫৭ জনকে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে পুরুষ ১৩৪৮ জনকে আর নারী ৭১৮ জনকে, মোট ২০৬৬জনকে। এগুলো পুরোটাই দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন।

[৩] ভারত থেকে এ পর্যন্ত দেশে ভ্যাকসিন এসেছে ১ কোটি ২ লাখ ডোজ। সেই হিসাবে কোভিশিল্ড টিকা মজুত আছে আর মাত্র ৮৬,৪৫৫ ডোজ।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৮৩,৮৪২জন । আর প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ১৫ জনের মধ্যে ১৪ লাখের বেশি মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে তৈরি হয়েছ সংকট। এদের সবাইকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দিতে হবে। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের কোনও সিদ্ধান্ত দেয়নি।

[৫] শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত করেছেন, লাইন ডিরেক্টও এইচআইএসএণ্ড ই-হেলথ এর পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান।

[৬] শনিবার মহানগরীতে চীনের সিনোফার্মের প্রথম ডোজ টিকা পুরুষ নিয়েছে ৬০২-নারী ৭৮৬ জন মোট ১৩৮৮ জন। সারাদেশে এপর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছে ৬৭৮৪ জনের মধ্যে পুরুষ নিয়েছে ২৭৫৭ আর নারী নিয়েছে ৪০২৭জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে পুরুষ ২১-নারী ২৯ মোট ৫০ জন। এপর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছে ৩৯৮৭২ জন এবং দ্বিতীয় ডোজ ৪১৮ জনকে টিকা দেওয়া হয়েছে।

[৭] এদিকে গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩৬০ জনকে ফাইজারের টিকা দেওয়া হয়। প্রাথমিক টিকাগ্রহীতাদের পর্যবেক্ষণ শেষে ৭ থেকে ১০ দিন পর অন্যদের এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়