শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৬:০০ বিকাল
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেল্টা প্লাস প্রতিরোধে দুই ডোজ টিকা গ্রহীতাদেরও মাস্ক পরা ও সামাজিক দূরুত্ব মানার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

লিহান লিমা: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ডেল্টা প্লাস ধরন আগের ধরনগুলোর চাইতে সহজে ছড়ায় ও ফুসফুসের কোষকে সহজেই আক্রমণ করে। বিশ্বজুড়ে ছড়ানো দ্রুত সংক্রামক এই ধরণ প্রতিরোাধে দুই ডোজ টিকা গ্রহীতাদেরও মাস্ক পরা, সামাজিক দুরুত্বসহ স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

[৩] করোনার দ্রুত সংক্রামক ধরন ডেল্টা প্লাস ভারতসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন সহ ৯টি দেশে শনাক্ত হয়েছে। এমনকি বাংলাদেশেও ডেল্টা প্লাসের সংক্রমণের খবর পাওয়া গেছে। এর আগে ৮০’টিরও বেশি দেশে শনাক্ত হয় ডেল্টা ধরন।

[৪] হু এ সহকারী নির্বাহী পরিচালক ডাক্তার মারিয়াঙ্গেলা সিমাও বলেন, ‘ইতোমধ্যে যারা দুই ডোজ টিকা নিয়েছেন তারাও নিরাপদ নন। তাদের এখনো নিজেদের সুরক্ষা করতে হবে। শুধুমাত্র টিকা সামাজিক পর্যায়ে সংক্রমণ প্রতিরোধ করতে পারবে না। মানুষকে মাস্ক পরা, হাত ধোয়া, দূরুত্ব মানা ও জনসমাগম এড়াতে হবে।’

[৫] সম্প্রতি একটি পরীক্ষা দেখা গিয়েছে, ডেল্টা ধরনের মধ্যে সর্বোচ্চ সংক্রামক ক্ষমতা শনাক্ত হয়েছে। তিনটি শহরের ইতোমধ্যে দুই ডোজ টিকা নেয়া স্বাস্থ্যসেবা কর্মীদের নমুনা নিয়ে করা এই গবেষণায় দেখা যাচ্ছে, কীভাবে অ্যান্টিবডিগুলো তাদের কাজ করছে এবং সেইসঙ্গে ভাইরাসটি মানুষের শরীরে কোষগুলোকে বিশেষ করে ফুসফুসে মারাত্মকভাবে সংক্রমণ ঘটাচ্ছে। গবেষকরা জানান, ডেল্টা প্লাস ধরন অ্যান্টিবডিকে প্রতিরোধ করতে পারে ও এটি দ্রুত রুপ বদলাতে সক্ষম।

[৬] শুক্রবার ইসরায়েল জানায় দেশটিতে ডেল্টা ধরনে সংক্রমিত হওয়া অর্ধেকেরও বেশি প্রাপ্তবয়স্ক ইতোমধ্যেই ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছিলেন। সংক্রমক ডেল্টা প্লাস নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ার সিডনি সপ্তাহব্যাপী লকডাউন দিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়