শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৫:৩৮ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২১, ১২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্যাভি-কোভেক্স এর অধীনে বাংলাদেশকে মর্ডানার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেবে মার্কিন যুক্তরাষ্ট্র: মিলার

কূটনৈতিক প্রতিবেদক : [২] শনিবার দুপুরে টুইটে এ তথ্য জানিয়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার লিখেছেন, কোভ্যাক্সের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে টিকার সরবরাহ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।

[৩] গত মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা চিঠিতে বাংলাদেশে ভ্যাকসিন পাঠানোর বিষয়ে জানান।

[৪] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের কাছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার অতিরিক্ত ৬০ মিলিয়ন ডোজ টিকা রয়েছে। সেটা তারা ব্যবহার না করায় আমরা অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন চেয়েছি। চেয়েছি।

[৫] যুক্তরাষ্ট্রের কাছে আমরা অকোভ্যাক্সের বাইরেও তাদের কাছ থেকে আমরা ভ্যাকসিন সহযোগিতা চেয়েছি। সেটা হোক অনুদান অথবা ক্রয়, আমরা চাই তারা আমাদের ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করুক।

[৬] তিনি বলেন, যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্যে, কানাডা, বেলজিয়াম, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, জার্মানি ও সুইডেনে অতিরিক্ত ভ্যাকসিন মজুদ থাকায় দেশগুলোকে চিঠি দিয়ে ভ্যাকসিন কর্মসূচি অব্যাহত রাখতে দেশগুলোর সহায়তা চাওয়া হয়েছে।

[৭] পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১০ থেকে ২০ এপ্রিল চিঠি পাঠলেও দেশগুলো থেকে এখনও কোনো সাড়া পাওয়া জায়নি বলে জানিয়েছেন মোমেন।

[৮] তিনি বলেন, যে কোনো একটি বা দুটি উৎস থেকে টিকা পেলে প্রথম ডোজ পাওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ পেতে সমস্যা হবে না।

[৯] ওয়াশিংটনের কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের করোনার আক্রান্তের হার ও মৃতের সংখ্যা তূলনামুলকভাবে কম থাকায় বাংলাদেশ অগ্রাধিকার তালিকায় না থাকলে এখন দেশটি ভ্যাকসিন পাঠতে চাচ্ছে। এটা আমাদের সম্মিলিত চেস্টার ফসল।

[১০] ভ্যাকসিন চেয়ে এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সে সময় মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, এ জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

[১১] কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আট দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে নতুন করে ১ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে হোয়াইট হাউস। এ ছাড়া বিশ্বের আরও ৩০টি দেশ ও জোটকে যুক্তরাষ্ট্র সরাসরি এক কোটি ৪০ লাখ টিকা দেবে, সেই তালিকায় বাংলাদেশ রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়