শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৩:২৬ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্টার স্পোর্টসের জরিপে সেরা অলরাউন্ডার,ব্যাটসম্যান, সেরা বোলার ও সেরা অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীন ৫০ জন ক্রিকেট বিশ্লেষক নিয়ে একটি প্যানেল তৈরি করে স্টার স্পোর্টস। ওই প্যানেলটি বেছে নিয়েছে টেস্ট ইতিহাসে একবিংশ শতাব্দীর সেরা অলরাউন্ডার, সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও সেরা অধিনায়ক।

[৩] সেই জরিপে সবাইকে পেছনে ফেলে একবিংশ শতাব্দীর সেরা টেস্ট অলরাউন্ডারের সম্মান জিতেছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক কালিস। বর্ণাঢ্য ক্যারিয়ারে ব্যাট হাতে ১৬৬ টেস্টে ১৩২৮৯ রান করেছেন ক্যালিস আর হাত ঘুরিয়ে উইকেট নিয়েছেন ২৯২টি। জ্যাক ক্যালিসকে এই সম্মাননা দেওয়ায় বেশ উচ্ছ্বসিত ভারতের সাবেক টেস্ট তারকা ভিভিএস লক্ষ্মণ।

[৪] তিনি বলেছেন, হ্যাঁ, এটা তারই প্রাপ্য। জ্যাক ক্যালিসকে সেরা অলরাউন্ডার বেছে নেওয়াটা খুবই সহজ। কারণ যে ক্রিকেটারের ঝুলিতে ২০০-এর বেশি উইকেট রয়েছে, যিনি স্লিপে দাঁড়িয়ে ক্যাচ ধরতে পারতেন, যিনি সেরা ব্যাটসম্যানের লড়াইয়েও জায়গা করে নিয়েছিলেন, তাকে ছাড়া শতাব্দীর সেরা অলরাউন্ডার আপনি কাকে বাছবেন?

[৫] এদিকে একবিংশ শতাব্দীর সেরা টেস্ট বোলার হয়েছেন শ্রীলংকার স্পিনার মুথাইয়া মুরলিধরন। বিশ্বের অন্যতম সেরা বোলারদের পেছনে ফেলে তিনি এই সম্মান জিতেছেন। ১৩৩ টেস্টে তিনি উইকেটশিকার করেছেন ৮০০টি। টেস্টে এতো বেশি উইকেট আর কারো নেই।

[৬] অন্যদিকে একবিংশ শতাব্দীর সেরা টেস্ট ব্যাটসম্যানের শিরোপা জিতেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। বর্ণাঢ্য ক্যারিয়ারে ২০০ টেস্টে শচীনের রানসংখ্যা ১৫৯২১, যেখানে ৫১টি সেঞ্চুরি রয়েছে, ডাবল সেঞ্চুরি রয়েছে ৬টি।

[৭] বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি বা গ্রায়েম স্মিথ নয়; তাদের সবাইকে পেছনে ফেলে একবিংশ শতাব্দীর টেস্ট অধিনায়কের শিরোপা জিতেছেন অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। স্বদেশি অধিনায়ক রিকি পন্টিংকেও পেছনে ফেলেছেন স্টিভ। এমন শিরোপা জয়ের পেছনে কাজ করেছে তার নেতৃত্বে টেস্ট ম্যাচ জেতার পরিসংখ্যান।

[৮] দেশের হয়ে ৫৭টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন স্টিভ ওয়াহ। যারমধ্যে তিনি জিতেছিলেন ৪১টি টেস্ট ম্যাচ। তার এই রেকর্ডকেই আমলে নিয়েছে স্টার স্পোর্টসের বিশেষজ্ঞ প্যানেল। স্টিভ ওয়াহ অবশ্য শুধু টেস্টই নয়, ওয়ানডেতেও অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অধিনায়ক তিনি। তার নেতৃত্বে ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপ জেতে অসিরা। তথ্যসূত্র: স্টার স্পোটর্স, হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়