শিরোনাম
◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০১:০৪ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২১, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউতে শিক্ষক, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগ বাতিলের প্রতিবাদে আন্দোলন

সমীরণ রায়: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া তার মেয়াদের শেষ দিনে ৩৬ জন শিক্ষক এবং ৫৫৪ জন তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারীকে নিয়োগ দেন। পরে তা সিন্ডিকেট সভায় বাতিল হয়। এরই প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষক, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মীরা।

[৩] শনিবার সকাল থেকে ভিসির রুমের সামনে অবস্থান নেন তারা। পরিস্থিতি সামলাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের মধ্যে আলোচনা করলেও সিদ্ধান্ত দিতে পারছে না। সিন্ডিকেটের সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাপারে আশ্বাস দিতে পারছেন না ভিসি নিজেও।

[৪] এক কর্মচারী বলেন, বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম মেনে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের মৌখিক পরীক্ষায় ডাকা হয়েছে। এমনকি মেসেজের মাধ্যমে নিয়োগপত্র দেওয়া হয়েছে। তাহলে এখন নিয়োগ বাতিল হবে কেন?

[৫] আন্দোলনরতরা বলেন, তিন মাস পর্যন্ত প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করেছি, আমরা কেউ বেতন তুলিনি। হাঠাৎ করে ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে নিয়োগ বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এরই প্রতিবাদেই আমরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করছি।

[৬] বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৮২তম সিন্ডিকেট সভায় এসব নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়।

[৭] নিয়োগ জটিলতা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত হয়েছে, তা নিয়ে আমি নতুন করে মন্তব্য করতে চাই না। আগামী সিন্ডিকেট সভায় এ বিষয়ে আলোচনা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়