শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ১২:৩৪ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২১, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড টিকা কার্যকর হচ্ছে কি না জানা যাবে রক্ত পরীক্ষায়, দাবি গবেষকদের

রাশিদুল ইসলাম : [২] অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন মানব দেহে টিকা কতটা কার্যকর হবে, তা ক্লিনিক্যাল ট্রায়ালের চেয়ে রক্ত পরীক্ষার মাধ্যমে দ্রুত জানা সম্ভব হবে। অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত কোভিড টিকা ভ্যাক্সজেভরিয়া নেওয়ার পর পরীক্ষামূলক পর্যায়ে অংশগ্রহণকারীদের রক্তে ভাইরাস-প্রতিরোধক অ্যান্টিবডির ঘনত্বের সীমা নিয়ে বানরের ওপর এই পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। নিউইয়র্ক টাইমস/ন্যাচার

[৩] গবেষকরা ওই পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা পরে উপসর্গসহ করোনা আক্রান্ত হয়েছেন এবং যারা হননি, তাদের রক্ত পরীক্ষা করে একটি মডেল তৈরি করেছেন। গবেষকদের বিশ্বাস, অন্য টিকাগুলো কতোটা শক্তিশালী হবে, সেটাও রক্ত পরীক্ষার মাধ্যমে এই মডেলের ওপর ভিত্তি করে বলা সম্ভব হবে।

[৪] গবেষকরা এও বলছেন যে সব স্থানে বিস্তৃত পরিসরে টিকার পরীক্ষামূলক ধাপগুলো সম্পন্ন করা সম্ভব নয়, সেখানে এই গবেষণা কাজে দেবে। অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের পরিচালক অ্যান্ড্রু পোলার্ড বলেন, সারা বিশ্বে টিকার সরবরাহ বাড়ানো জরুরি। কিন্তু নতুন টিকার অনুমোদন পাওয়ার জন্য অনেক মাস পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। নিয়ন্ত্রক সংস্থা এবং উদ্ভাবকদের তুলামূলক তথ্যউপাত্তের ব্যবহার এই প্রক্রিয়াকে তরান্বিত করবে।

[৫] বোস্টনের বেথ ইসরায়েল ডিয়াকনসেস মেডিকেল সেন্টারের ড. ড্যান বারোউচ বলেন এ গবেষণার ফলাফল টিকার ক্ষেত্রে আরো বড় অগ্রগতির পথকে প্রশস্ত করবে। বিশেষত টিকার কার্যকারিতা নিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্যে আর অপেক্ষা করতে হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়